shono
Advertisement
USA Report

'গভীর পক্ষপাতদুষ্ট', মণিপুরের মানবাধিকার নিয়ে মার্কিন রিপোর্টকে ফুৎকারে ওড়াল ভারত

মার্কিন রিপোর্টকে গুরুত্ব দিচ্ছি না আমরা, বললেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র।
Posted: 05:45 PM Apr 25, 2024Updated: 05:46 PM Apr 25, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বছর থেকে শুরু হওয়া মণিপুরের (Manipur) জাতিহিংসায় 'উল্লেখযোগ্য ভাবে মানবাধিকার লঙ্ঘন' হয়েছে। সম্প্রতি আমেরিকার (America) স্বরাষ্ট্র দপ্তরের রিপোর্টে এমনটাই বলা হয়েছে। বৃহস্পতিবার ওই মার্কিন রিপোর্টকে ফুৎকারে ওড়াল ভারত। দিল্লির তরফে বলা হয়েছে, 'ভারত সম্পর্কে না জেনে গভীর ভাবে পক্ষপাতদুষ্ট মন্তব্য করা হয়েছে।'

Advertisement

বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রনধীর জয়সওয়াল সাংবাদিক সম্মেলনে বলেন, 'এই প্রতিবেদন (মণিপুর নিয়ে আমেরিকার রিপোর্ট) গভীরভাবে পক্ষপাতদুষ্ট এবং ভারত সম্পর্কে খুবই দুর্বল ধারণার প্রতিফলন। আমরা এর কোনও মূল্য দিচ্ছি না, আপনাদেরও তাই করার অনুরোধ করছি।'

 

[আরও পড়ুন: ইভিএম-ভিভিপ্যাট ১০০ শতাংশ মিলিয়ে দেখার দাবি, কমিশনের থেকে ব্যাখ্যা চাইল সুপ্রিম কোর্ট]

সম্প্রতি বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতি সংক্রান্ত এক রিপোর্ট প্রকাশ করেছে মার্কিন সরকার। তার মধ্যে ভারতও রয়েছে। সেখানে বলা হয়েছে, মণিপুরে মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে জাতিদাঙ্গায় উল্লেখযোগ্য ভাবে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'লজ্জাজনক' মন্তব্যকেও উল্লেখ করা হয়েছে।

 

[আরও পড়ুন: ভোটের মাঝে ৫ কোটি টাকা চেয়ে উদয়ন গুহকে চিঠি KLO’র, তুমুল চাঞ্চল্য]

প্রসঙ্গত, ২০২৩ সালের ৩ মে হিংসার সূত্রপাত হয় মণিপুরে। মেইতেই-কুকি জাতিদাঙ্গায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৭৫ জনের। একাধিক মহিলাকে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে। তেমনই দুই জনজাতি মহিলাকে যৌন হেনস্তার প্রসঙ্গে ‘চাপের মুখে’ মণিপুর নিয়ে ৭৮ দিন পর মুখ খুলছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। তিনি বলেছিলেন, “এই ঘটনায় গোটা দেশের মাথা নত হচ্ছে। মণিপুরে মা-বোনেদের অসম্মান যারা করেছে তারা রেহাই পাবে না। মহিলাদের উপর অত্যাচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement