সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্রিসবেনে বর্ডার-গাভাসকর ট্রফির তৃতীয় ম্যাচ চলাকালীনই বড় সিদ্ধান্ত ভারতীয় থিংক ট্যাঙ্কের। রিজার্ভ দলের ৩ পেসারকে দেশে ফেরাচ্ছে টিম ম্যানেজমেন্ট। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, দ্রুত দেশে ফিরবেন মুকেশ কুমার, নবদীপ সাইনি এবং যশ দয়াল। তিনজনই দেশে ফিরে বিজয় হাজারে ট্রফিতে খেলবেন বলে সূত্রের খবর।
বর্ডার-গাভাসকর ট্রফির জন্য ভারত রিজার্ভ পেসার হিসাবে নিয়ে গিয়েছিল মুকেশ কুমার, নবদীপ সাইনি এবং খলিল আহমেদকে। পরে খলিল চোটের জন্য দেশে ফিরে আসেন। তাঁর বদলে অস্ট্রেলিয়া যান যশ দয়াল। আপাতত তিনজনই অস্ট্রেলিয়ায় রয়েছেন। কিন্তু সিরিজের দুই টেস্ট অতিক্রান্ত হয়ে তৃতীয় টেস্টেরও দুদিন কাটার মুখে। এই অবস্থায় রিজার্ভ পেসারদের আর সেভাবে প্রয়োজন পড়বে না বলেই মনে করছে ভারতীয় দল। সিরিজে আর দুটি টেস্ট বাকি। তাছাড়া ভারতের প্রথম দলেই সব মিলিয়ে পাঁচজন পেসার রয়েছেন। ফলে কোনও চোট আঘাতজনিত পরিস্থিতি তৈরি হলেও বিশেষ সমস্যা হওয়ার কথা নয়।
বরং টিম ম্যানেজমেন্ট মনে করছে, ওই তিন পেসার দেশে ফিরে বিজয় হাজারে খেললে সেটা তাঁদের পক্ষে ভালো। অন্তত তাঁরা বেঞ্চ গরম করার থেকে খেলার মধ্যে থাকবেন। আগামী ২১ ডিসেম্বর থেকে বিজয় হাজারে ট্রফি শুরু হচ্ছে। তার আগেই নিজ নিজ রাজ্য দলে যোগ দিতে পারেন তিন পেসার। প্রতিটি রাজ্য ক্রিকেট সংস্থাকে পেসারদের প্রত্যাবর্তনের কথা জানিয়েও দেওয়া হয়েছে। সেকারণেই মুকেশ কুমারকে রেখে দল ঘোষণা করেছে বাংলা। যদিও বিজয় হাজারের শুরু থেকেই মুকেশ খেলবেন কিনা, সেটা স্পষ্ট নয়। যশ দয়াল খেলবেন উত্তরপ্রদেশের হয়ে। নবদীপ সাইনি খেলবেন দিল্লির হয়ে।