shono
Advertisement

COVID-19 Update: একদিনে দেশে আক্রান্ত প্রায় ১২ হাজার, আজ শুরু বাড়ি বাড়ি গিয়ে টিকাকরণ অভিযান

২৫২ দিনে সর্বনিম্ন করোনার অ্যাকটিভ রোগীর সংখ্যা।
Posted: 09:42 AM Nov 03, 2021Updated: 09:56 AM Nov 03, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেড় বছর কেটে গেলেও করোনার দাপট অব্য়াহত। তবে এর মধ্যেই স্বাভাবিক ছন্দে ফিরতে মরিয়া গোটা দেশ। আর সেই লক্ষ্যপূরণে জোর দেওয়া হচ্ছে টিকাকরণে। আজ বাড়ি বাড়ি গিয়ে ভ্যাকসিন দেওয়ার অভিযানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগে স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হল, উৎসবের মরশুমেও অনেকটাই নিয়ন্ত্রণে দেশের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় কমেছে অ্যাকটিভ কেসও।

Advertisement

বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ১১ হাজার ৯০৩ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা গতকালের থেকে খানিকটা বেশি। রাজধানী দিল্লিতে অনেকটাই নিয়ন্ত্রণে সংক্রমণ। পরপর দুদিন একটিও মৃত্যুর খবর নেই। দেশে এখনও পর্যন্ত মোট সংক্রমিত ৩ কোটি ৪৩ লক্ষ ৮ হাজার ১৪০ জন। গত ২৪ ঘণ্টায় কমল দেশের মৃতের সংখ্যাও। একদিনে মারণ ভাইরাসে প্রাণ হারালেন ৩১১ জন। দেশে এখনও অবধি করোনার বলি ৪ লক্ষ ৫৯ হাজার ১৯১ জন।

[আরও পড়ুন: ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পে জোর, সেনাবাহিনীর আধুনিকীকরণে নয়া পদক্ষেপ সরকারের]

সংক্রমণ সামান্য বৃদ্ধি পেলেও প্রতিদিনই একটু একটু করে কমছে অ্যাকটিভ কেস। সক্রিয় রোগীর নিম্নমুখী নিম্নমুখী গ্রাফ বেশ স্বস্তিজনক। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ১ লক্ষ ৫১ হাজার ২০৯ জন। যা গত ২৫২ দিনে সর্বনিম্ন। সংক্রমণ ঠেকাতে কোভিডবিধি নিয়ে নতুন করে কড়াকড়ি শুরু হয়েছে। জারি হয়েছে একাধিক বিধিনিষেধ। ধীরে ধীরে বাড়ছে সুস্থতার হারও। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৩৬ লক্ষ ৯৭ হাজার ৭৪০ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১৪ হাজার ১৫৯ জন।

ভাইরাস রুখে দিতে টিকাকরণকেই মূল হাতিয়ার করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে মোট ১০৭ কোটি ২৯ লক্ষ ৬৬ হাজার ৩১৫ ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকালই ভ্যাকসিন দেওয়া হয়েছে ৪১ লক্ষের বেশি। দেশের যে সমস্ত জেলা টিকাকরণে অনেকটা পিছিয়ে, সেখানে এবার বাড়ি বাড়ি গিয়ে টিকা দেওয়া হবে। আজ, বুধবার সেই ‘হর ঘর দস্তক’ অভিযানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি এদিন ১২টি রাজ্যের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকও রয়েছে তাঁর।

[আরও পড়ুন: শত্রুর হাতে সাবমেরিনের গোপন তথ্য পাচারে অভিযুক্ত দুই নৌসেনা কমান্ডার!]

এদিকে, টিকাকরণের পাশাপাশি আগের মতোই চলছে টেস্টিংও। গতকাল যেমন ১০ লক্ষের ৬৮ হাজার ৫১৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement