shono
Advertisement

COVID-19: দেশের দৈনিক করোনা সংক্রমণ নামল ২০ হাজারের নিচে, চিন্তায় রাখছে দিল্লির গ্রাফ

স্বস্তি দিচ্ছে নিম্নমুখী অ্যাকটিভ কেস।
Posted: 09:48 AM Aug 06, 2022Updated: 09:48 AM Aug 06, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন কয়েক করোনার দৈনিক সংক্রমণ খানিকটা নিয়ন্ত্রণে মনে হলেও শুক্রবার সেই গ্রাফটা পেরিয়ে গিয়েছিল ২০ হাজারের গণ্ডি। গত ২৪ ঘণ্টায় অবশ্য সামান্য কমল সংক্রমণের হার। স্বস্তি দিচ্ছে নিম্নমুখী অ্যাকটিভ কেসও। তবে নতুন করে চিন্তায় ফেলছে রাজধানী দিল্লির বর্তমান কোভিড পরিস্থিতি। ফের লাফিয়ে বাড়ল সেখানকার আক্রান্তের সংখ্যা।

Advertisement

শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ১৯,৪০৬ জন। গতকাল যে সংখ্যাটা ছাড়িয়েছিল ২০ হাজার ৫০০-র গণ্ডি। সংক্রমণের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় খানিকটা কমেছে অ্যাকটিভ কেসও। দেশের সক্রিয় রোগী বর্তমানে ১ লক্ষ ৩৪ হাজার ৭৯৩ জন। গোটা দেশে অ্য়াকটিভ কেসের হার ০.৩১ শতাংশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement