সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেপ্টেম্বর-অক্টোবরেই দেশজুড়ে আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ। এমন আশঙ্কার কথা আগেই শুনিয়ে রেখেছেন বিশেষজ্ঞরা। আর তার মোকাবিলা করতেই কোমর বেঁধেছে প্রশাসন। জোর দেওয়া হচ্ছে ভ্যাকসিনেশনে। আর সেই লক্ষ্যেই শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে চিনকে পিছনে ফেলে টিকাকরণে বিশ্বরেকর্ড গড়ল ভারত।
শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৩৫ হাজার ৬৬২ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা গতকালের তুলনায় ৩.৬৫ শতাংশ বেশি। তবে সবচেয়ে বেশি চিন্তায় রাখছে মহারাষ্ট্র ও কেরলের পরিস্থিতি। একদিনে মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ২৮১ জন। দেশে এখনও পর্যন্ত করোনার বলি ৪ লক্ষ ৪৪ হাজার ৫২৯ জন।
[আরও পড়ুন: চলতি বছর করতে হবে না আধার-প্যান লিংক, ফের সংযুক্তিকরণের মেয়াদ বাড়াল কেন্দ্র]
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণ বাড়ার পাশাপাশি ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেসও। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩ লক্ষ ৪০ হাজার ৬৩৯ জন। ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের শক্তি জোগাচ্ছেন করোনাজয়ীরা। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ২৬ লক্ষ ৩২ হাজার ২২২ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩৩ হাজার ৭৯৮ জন।
টিকাকরণের গতি বাড়িয়ে সংক্রমণ ঠেকানোর প্রয়াস জারি রয়েছে দেশজুড়ে। শুক্রবারই যেমন টিকাকরণে নয়া ইতিহাস রচনা করল দেশ। একদিনে ভ্যাকসিন পেলেন আড়াই কোটিরও বেশি মানুষ। এর আগে গত জুনে চিনে একদিনে টিকা দেওয়া হয়েছিল ২.৪৭ কোটি মানুষকে। প্রধানমন্ত্রীর জন্মদিনে সেই রেকর্ড ছাপিয়ে গেল ভারত।
তবে টিকাকরণের পাশাপাশি রোগী চিহ্নিত করতে অব্যাহত টেস্টিং প্রক্রিয়াও। ICMR-এর রিপোর্ট বলছে, গতকাল ১৪ লক্ষ ৪৮ হাজার ৮৩৩ টি নমুনা পরীক্ষা হয়েছে।