shono
Advertisement

COVID-19 Update: দেশে কমল দৈনিক আক্রান্ত ও মৃত্যু, সংক্রমণ ঠেকাতে ফের কড়া কেরল

দেশে সুস্থতার হার ৯৭.৫৩ শতাংশ।
Posted: 09:47 AM Aug 29, 2021Updated: 09:58 AM Aug 29, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার তৃতীয় ঢেউয়ের চোখ রাঙানির মাঝে গত কয়েকদিন টানা বেড়েছে দেশের দৈনিক সংক্রমণ। তবে গত ২৪ ঘণ্টায় সামান্য কমল সংক্রমণ ও মৃতের সংখ্যা। কিন্তু নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে কেরলের পরিস্থিতি। সে রাজ্যে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। তাই নতুন করে কড়া বিধিনিষেধের পথে হাঁটল দক্ষিণের রাজ্যটি।

Advertisement

রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৪৫ হাজার ৮৩ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা গতকালের তুলনায় সামান্য কম। একদিনে দেশে প্রাণ হারালেন ৪৬০ জন। তবে এর মধ্যে শুধুমাত্র কেরলেই একদিনে এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ২৬৫ জন। মৃত্যু হয়েছে ১৫৩ জনের। আর সেই কারণেই রবিবার করে অতি সংক্রমিত এলাকায় লকডাউন ঘোষণা করা হল। পাশাপাশি প্রতিদিন রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত নাইট কারফিউ জারি করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। 

বর্তমানে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ২৬ লক্ষ ৯৫ হাজার ৩০। পাশাপাশি এখনও পর্যন্ত ভারতে করোনার বলি ৪ লক্ষ ৩৭ হাজার ৮৩০ জন।

[আরও পড়ুন: সাভারকরের নামে কলেজ খুলছে দিল্লি বিশ্ববিদ্যালয়, একাধিক ভবন হচ্ছে বিজেপি নেতাদের নামে]


তবে ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণ কমলেও বাড়ল অ্যাকটিভ কেস। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩ লক্ষ ৬৮ হাজার ৫৫৮ জন। তবে ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের শক্তি জোগাচ্ছেন করোনাজয়ীরা। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ১৮ লক্ষ ৮৮ হাজার ৬৪২ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩৫ হাজার ৮৪০ জন।

টিকাকরণের গতি বাড়িয়ে সংক্রমণ ঠেকানোর প্রয়াস জারি রয়েছে দেশজুড়ে। দেশে এখনও পর্যন্ত দেশে ৬৩ কোটিরও বেশি ভ্যাকসিন দেওয়া হয়েছে। যার মধ্যে গতকালই ৭৩ হাজার জনকে টিকা দেওয়া হয়েছে। তবে রোগী চিহ্নিত করতে অব্যাহত টেস্টিং প্রক্রিয়াও। ICMR-এর রিপোর্ট বলছে, গতকাল ১৭ লক্ষ ৫৫ হাজার ৩২৭ টি নমুনা পরীক্ষা হয়েছে।

[আরও পড়ুন: ‘আফগানিস্তানে আটকে পড়া ভারতীয়দের ফেরাতে সদাপ্রস্তুত সরকার’, জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement