সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাশিয়ার ফিফথ জেনারেশন টি-৫০ পিএক এফএ ফাইটার জেটের জন্য সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রহ্মস ক্ষেপণাস্ত্র তৈরি করবে ভারত-রাশিয়া৷ শুধু ওই অত্যাধুনিক যুদ্ধবিমানই নয়, রুশ সাবমেরিনের টর্পেডো লঞ্চারেও ব্যবহৃত হবে ব্রহ্মস মিসাইল, জানিয়েছে রুশ সংবাদ সংস্থা টিএএসএস৷ এই প্রস্তুতিতে যে পাকিস্তান আরও উদ্বেগে পড়বে, তা বলাই বাহুল্য৷
(সীমান্তে ব্রহ্মস মিসাইল মোতায়েন ভারতের, আতঙ্কিত বেজিং)
যে সংস্থা এই ব্রহ্মস তৈরি করবে, তার সিইও আলেকজান্ডার লিওনভকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানিয়েছে, বর্তমানে মিসাইলটির লাইট ভার্সন তৈরির কাজ চলছে৷ টর্পেডো টিউবের আকৃতির ব্রহ্মস ‘ইনস্টল’ করা হবে ফিফথ জেনারেশন যুদ্ধবিমানে৷ মিগ-৩৫ ফাইটার জেটের সঙ্গে জুড়ছে ব্রহ্মস, জানিয়েছেন আলেকজান্ডার৷ ভারত ও রাশিয়া দুই দেশ একসঙ্গে ফিফথ জেনারেশন ফাইটার এয়ারক্রাফটও তৈরি করছে৷ যেটি রুশ ফাইটার জেট পিএকে এফএ-র দেশীয় সংস্করণ বলা চলে৷ আলেকজান্ডার এও জানিয়েছেন, ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি ব্রহ্মস মিসাইল দুই দেশই কোনও তৃতীয় দেশকে বিক্রি করতে আগ্রহী৷
(আকাশে অপ্রতিরোধ্য হবে ব্রহ্মস ও সুখোইয়ের যুগলবন্দি)
ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি ক্রুজ মিসাইল এমন সাংঘাতিক বেগে টার্গেটের দিকে ছুটে যায় যে রেডারে তার আভাস মিললেও ব্রহ্মসকে মাঝ পথে রুখে দেওয়া কঠিন। ইরাক এবং আফগানিস্তানের যুদ্ধক্ষেত্রে আগুন ঝরিয়েছে যে মার্কিন ক্রুজ ক্ষেপণাস্ত্র, সেই টোমাহক মিসাইলকেও গতিবেগে বহু পিছনে ফেলে দিয়েছে ব্রহ্মস। ভারত ও রাশিয়া যৌথভাবে ব্রহ্মস তৈরি করে ফেলার পর গোটা বিশ্বের সমর বিশারদদের নজর কেড়ে নিয়েছে এই ক্রুজ মিসাইল। আমেরিকার টোমাহকের গতিবেগ ঘণ্টায় ৮৯০ কিলোমিটার। ভারত-রাশিয়ার ব্রহ্মসের বেগ তার চার গুণ। ব্রহ্মস ঘণ্টায় ৩৭০০ কিলোমিটার বেগে ছুটে গিয়ে আঘাত হানে লক্ষ্যবস্তুতে। এই ক্ষেপণাস্ত্রের নিশানাও নিখুঁত।
(শত্রুর শিরশ্ছেদ করতে ভারতীয় সেনার হাতে এবার ‘সুদর্শন চক্র’)
The post ব্রহ্ম-তেজে এবার জ্বলবে পাকিস্তান, যৌথ প্রস্তুতি শুরু ভারত-রাশিয়ার appeared first on Sangbad Pratidin.