shono
Advertisement

Breaking News

ধরমশালায় হঠাৎই হাজির রিঙ্কু, টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে পাকা নাইটতারকা?

জেনে নিন আসল কারণ।
Posted: 07:40 PM Mar 05, 2024Updated: 10:31 AM Mar 06, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এগিয়ে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T-20 World Cup)। রিঙ্কু সিং (Rinku Singh) কি খেলবেন টি-টোয়েন্টি বিশ্বকাপে? খবরের ভিতরের খবর,  ধরমশালায় ডেকে পাঠানো হয়েছে রিঙ্কুকে। পঞ্চম টেস্টের বলও আবার গড়াচ্ছে ধরমশালাতেই। আর এখানেই টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় ক্রিকেটারদের ফোটোশুট হবে। 

Advertisement

সেই কারণেই রিঙ্কুকে ডেকে পাঠানো হয়েছে বলে খবর। মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের বল গড়াচ্ছে। রিঙ্কু সিংই ফিনিশার হিসেবে দলে সুযোগ পাওয়ার দৌড়ে সবার থেকে এগিয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আর বেশি টি-টোয়েন্টি ম্যাচ নেই ভারতের। তাই আইপিএলের পারফরম্যান্সকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে। অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, জশপ্রীত বুমরাহর টি-টোয়েন্টি দলে জায়গা পাকা। 

[আরও পড়ুন: দুবছর পরে মুম্বইয়ে প্রত্যাবর্তন, ক্যাপ্টেন হার্দিক পাশে চাইছেন কাদের?]
টি-টোয়েন্টি ফরম্যাটে রিঙ্কুর সাম্প্রতিক পারফরম্যান্সের জন্য বিশ্বকাপ দলে জায়গা পাওয়া প্রায় পাকা। ভারতের জার্সিতে রিঙ্কু সিং ১১টি ইনিংস খেলেছেন। তাঁর সংগ্রহ ৩৫৬ রান। পাঁচ নম্বরে খেলতে নেমে বা আরও নিচে ব্যাটিং করতে নেমে রান পেয়েছেন রিঙ্কু। ফলে ফিনিশার হিসেবে যে জায়গায় ভারতীয় দল দুর্বল ছিল, সেই রক্তাল্পতা ঢাকার ব্যাপারে রিঙ্কুই সেরা পছন্দ।

[আরও পড়ুন: সামনে এফসি গোয়া, সিংহের গুহায় ঢুকে শিকার করতে পারবে কি ইস্টবেঙ্গল?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement