shono
Advertisement
Salt Lake

মাথার উপর দিয়ে গেল বাস! সল্টলেকে ফের বেপরোয়া গতির বলি তথ্যপ্রযুক্তি কর্মী

ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়।
Published By: Subhankar PatraPosted: 12:09 PM Apr 05, 2025Updated: 12:30 PM Apr 05, 2025

বিধান নস্কর, বিধাননগর: শহরে ফের বেপরোয়া বাসের গতির বলি! তথ্যপ্রযুক্তি কর্মীকে পিষে দিল বাস! যুবতীর মাথার উপর দিয়ে গেল চাকা। শনিবার ভয়াবহ পথ দুর্ঘটনাটি ঘটেছে সল্টলেকে ওয়েবেল মোড়ের কাছে। ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণীর নাম রজনী মাহাতো। বয়স ২৫ বছর। তিনি ধাপা মাঠপুকুরও এলাকার বাসিন্দা। একটি বেসরকারী অ্যাপ সংস্থায় কাজ করতেন যুবতী। এদিন সকাল ১০টা নাগাদ সাঁতরাগাছি-বারাসাত রুটে একটি বাস ওয়েবেল মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রজনীকে ধাক্কা মারে। রাস্তায় ছিটকে পড়েন তরুণী।

তখনই পলকের মধ্যে বাসের পিছন চাকায় পিষ্ট হন তিনি। মাথার উপর থেকে চলে যায় গাড়ি। ঘটনায় রক্তে ভেসে যায় এলাকা। স্থানীয়রা তড়িঘড়ি তরুণীকে উদ্ধার করে বিধাননগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে। তবে ড্রাইভার পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে। 

মর্মান্তিক ঘটনায় ফের শহরের পথ নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কিছুদিন আগে বেপরোয়া বাসের গতির বলি হয় শহরের এক শিশু। এছাড়াও একাধিকবার দুর্ঘটনা ঘটেছে। পুলিশের পক্ষ থেকে বাস সংগঠন ও ড্রাইভারদের ডেকে বৈঠক করা হয়। সেখানে তাঁদের গাড়ির গতি নিয়ে সতর্ক করা হয়। তারপরও দুর্ঘটনা ঘটে চলেছে। বেপরোয়া গতি ফের কাড়ল তরতাজা প্রাণ।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শহরে ফের বেপরোয়া বাসের গতির বলি! তথ্যপ্রযুক্তি কর্মীকে পিষে দিল বাস!
  • যুবতীর মাথার উপর দিয়ে গেল চাকা।
  • শনিবার ভয়াবহ পথ দুর্ঘটনাটি ঘটেছে সল্টলেকে ওয়েবেল মোড়ের কাছে।
Advertisement