অর্ণব দাস, বারাকপুর: ফের বিজেপি নেতা অর্জুন সিংকে নোটিস জগদ্দল থানার পুলিশের। শনিবার দুপুরের মধ্যে লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র নিয়ে থানায় হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। যদিও বারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ নিজের অবস্থান স্পষ্ট করেন। বলেন, "থানায় যাব না।" তাঁর বিস্ফোরক অভিযোগ, "পুলিশকে দিয়ে তৃণমূল আমাকে মারতে চাইছে। আদালত বললে, তবেই রিভলবার জমা দেব।"
গত ২৬ মার্চ রাতে, জগদ্দলের মেঘনা মোড় এলাকায় শ্রমিকদের মধ্যে গন্ডগোল হয়েছিল। সেই খবর পেয়ে অর্জুন সিং কয়েকজনকে সঙ্গে নিয়ে মেঘনা মোড়ের কাছে পৌঁছেছিলেন। সেখানে গিয়ে অর্জুনের অভিযোগ, দুষ্কৃতীরা তাঁদের লক্ষ্য করে গুলি চালিয়ে পালায়। পালটা ধাওয়া করেন তাঁরাও। তাতেই চম্পট দিতে গিয়ে জখম হন এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয় ওই এলাকা। আহত যুবককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। সেই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দু’বার অর্জুন সিংকে তলব করে বারাকপুর পুলিশ। তবে তিনি হাজিরা দেননি। ভাটপাড়ার ‘মজদুর ভবনে’ গিয়ে অর্জুনকে জিজ্ঞাসাবাদ করেন পুলিশকর্তারা। জিজ্ঞাসাবাদের পরই ব্যক্তিগত কাজে অর্জুন সিং ভিনরাজ্যে চলে যান।
এদিকে ওই ঘটনায় বারাকপুর আদালতে মামলা ওঠে। বিচারক বিজেপি নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তবে ইতিমধ্যে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন অর্জুন সিং। সেখান থেকে অবশ্য রক্ষাকবচ পেয়েছেন তিনি। এই পরিস্থিতিতে ফের তলব করা হয়েছে অর্জুন সিংকে। বিজেপি নেতার পাশে দাঁড়িয়েছেন তাঁর দলেরই প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, "অর্জুনকে প্রাণে মারার চেষ্টা হচ্ছে। ওর কোনও ক্ষতি হলে আমরা রাজ্য সরকারকে ছেড়ে কথা বলব না।"