shono
Advertisement

শত্রুশিবিরে কাঁপন ধরিয়ে ব্রহ্মস মিসাইলের সফল উৎক্ষেপণ ভারতের

পাকিস্তান ও চিনের গভীরে 'সার্জিকাল স্ট্রাইক' চালাতে সক্ষম ভারত৷ The post শত্রুশিবিরে কাঁপন ধরিয়ে ব্রহ্মস মিসাইলের সফল উৎক্ষেপণ ভারতের appeared first on Sangbad Pratidin.
Posted: 02:12 PM Mar 11, 2017Updated: 08:42 AM Mar 11, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিন ও পাকিস্তানের রাতের ঘুম কেড়ে ব্রহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইলের দুরপাল্লার একটি নতুন সংস্করণের সফল উৎক্ষেপন করল ভারত৷ ডিআরডিও সুত্রে খবর, শনিবার, ওড়িশা উপকূলের ‘ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ’ থেকে এই উৎক্ষেপণ করা হয়৷ ব্রহ্মস মিসাইলের এই অত্যাধুনিক সংস্করণটি প্রায় ৪৫০ কিলোমিটার পর্যন্ত নিখুঁত ভাবে লক্ষ্যে আঘাত হানতে সক্ষম৷ কয়েকদিন আগেই ‘এরো ইন্ডিয়া ২০১৭’-এ মিসাইলটির কথা জানিয়েছিলেন ডিআরডিও প্রধান, এস ক্রিস্টোফার৷  তিনি আরও বলেন, ৮০০ কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে সক্ষম ব্রহ্মসের আরেকটি সংকরণ তৈরি করা হচ্ছে৷ ‘মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিম’ (এমটিসিআর)-এ প্রবেশ করার পর এই প্রথমবার দূরপাল্লার মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করল ভারত৷

Advertisement

(চরমে লালফৌজের যুদ্ধপ্রস্তুতি, নিশানায় আমেরিকা)

এই সফল উৎক্ষেপণের পর মিসাইলটির নির্মাণকারী সংস্থা ব্রহ্মস এরোস্পেস-এর সিইও সুধীর মিশ্র জানিয়েছেন, ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি ব্রহ্মসের এই নতুন সংস্করণটি ভারতীয় স্থলসেনা, বায়ুসেনা ও নৌসেনাকে আরও ঘাতক করে তুলবে৷ এছাড়াও শত্রুর এলাকায় গভীরে হামলা চালাতেও সক্ষম হবে ভারতীয় সেনা৷ ইতিমধ্যে, ভারতীয় স্থলসেনা ও নৌসেনার হাতে রয়েছে ২৯০ কিলোমিটার পর্যন্ত হামলা চালানোয় সক্ষম ব্রহ্মস মিসাইল৷ আগামী মাসেই বায়ুসেনার অত্যাধুনিক Su-30 MKI যুদ্ধবিমান থেকে ব্রহ্মস মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করতে চলেছে ভারত৷ ওই পরীক্ষা সফল হলে পাকিস্তান ও চিনের গভীরে ‘সার্জিকাল স্ট্রাইক’ চালাতে সক্ষম হবে ভারতের যুদ্ধবিমানগুলি৷

(মোদি ম্যাজিকে ফিকে মহাজোট, উত্তরপ্রদেশে গেরুয়া ঝড়)

(মোদি ম্যাজিকে ফিকে মহাজোট, উত্তরপ্রদেশে গেরুয়া ঝড়)

The post শত্রুশিবিরে কাঁপন ধরিয়ে ব্রহ্মস মিসাইলের সফল উৎক্ষেপণ ভারতের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement