shono
Advertisement

সিরিজ জেতা হয়ে গিয়েছে আগেই, নিয়মরক্ষার ওয়ানডে-তে আজ ভারতের সমস্যা আধিক্য

রোহিতের দরাজ সার্টিফিকেটে আপ্লুত প্রসিদ্ধ।
Posted: 10:52 AM Feb 11, 2022Updated: 01:37 PM Feb 11, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়ান ডে সিরিজ জেতা শেষ। এক ম্যাচ আগেই সেই কাজ হয়ে গিয়েছে। আজ, শুক্রবার সিরিজের নিয়মরক্ষার ম্যাচ। তবে তার আগে নতুন এক সমস্যার সামনে রোহিত শর্মার (Rohit Sharma) ভারত। আধিক্যের সমস্যা। যার পোশাকি নাম ‘প্রবলেম অব প্লেন্টি’।

Advertisement

আসলে ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচে টিমে ফিরে আসছেন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান (Sikhar Dhawan)। সিরিজ জয়ের পর পুরস্কার বিতরণী মঞ্চে এসে রোহিত শর্মা বলে গিয়েছিলেন যে, শিখর ফিরছেন শেষ ওয়ান ডে-তে। তাঁকে খেলানোও হবে। যার অর্থ হল, টিমে অদলবদল হবে কিছু। শিখর খেললে তিনি ওপেন করবেন। দ্বিতীয় ওয়ান ডে-তে ওপেন করা ঋষভ পন্থকে তখন নামতে হবে মিডল অর্ডারে। সেটা হলে খুব সম্ভবত দীপক হুডাকে বসতে হবে। স্কোয়াডে রিজার্ভ ওপেনার হিসেবে থাকা রুতুরাজ গায়কোয়াড়েরও নিভৃতাবাস পর্ব এ দিন শেষ হয়ে গিয়েছে। শিখরের মতো তিনিও কোভিড আক্রান্ত হয়েছিলেন।

[আরও পড়ুন: দাবিমতো পণ না মেলায় বধূকে পুড়িয়ে খুন! কাঠগড়ায় শাশুড়ি]

তবে কে খেলবেন, কে খেলবেন না, সেটা নিয়ে বিশেষ আর মাথা ঘামানোর কিছু আর নেই। কারণ, ভারতীয় টিমের যা যা পরীক্ষানিরীক্ষা করার ছিল, মোটের উপর সবই সফল। সূর্যকুমার যাদব দু’টো ম্যাচে বুঝিয়ে দিয়েছেন, তাঁর উপর অনায়াসে ভরসা করা যায়। দীপক হুডাও মন্দ খেলেননি। বোলিংয়ে প্রসিদ্ধ কৃষ্ণ তো হইচই ফেলে দিয়েছেন রীতিমতো। দ্বিতীয় ওয়ান ডে-তে মাত্র বারো রান দিয়ে চার উইকেট নিয়ে।

আমেদাবাদে দ্বিতীয় ম্যাচে খুব বেশি রান তুলতে পারেনি ভারত। ২৩৭-৯ স্কোরে থেমে যেতে হয় রোহিতদের। কিন্তু প্রসিদ্ধ রীতিমতো আগুন ছুটিয়ে ৪৪ রানে জয় এনে দেন। যার পর তরুণ পেসারকে দরাজ সার্টিফিকেট দিয়ে রোহিত বলে দেন, দেশের মাঠে এমন আগুনে বোলিং করতে তিনি কাউকে দেখেননি। খেলা শেষে সাংবাদিক সম্মেলনে প্রসিদ্ধকে(Prasidh Krishna)জিজ্ঞাসা করা হয় অধিনায়কের প্রশংসা নিয়ে। উত্তরে হাসতে হাসতে প্রসিদ্ধ বলে দেন, “ভাবলেই দারুণ লাগছে। রোহিত ভাই কত ম্যাচ খেলেছে খেলেছে দেশের হয়ে। ব্যক্তিগত ভাবে বলতে পারি, লাইন-লেংথ বজায় রেখে বোলিং করার চেষ্টা দীর্ঘদিন ধরে করে গিয়েছি আমি। ধারাবাহিকতা রাখার চেষ্টা করে গিয়েছি। তাই আমি খুশি যে টিমের কাজে আসতে পেরেছি।”

সঙ্গে যোগ করেছেন, “এক বছর পর দেশের হয়ে খেলার আবার সুযোগ পেলাম আমি। নিজেকে প্রমাণের খিদে তো একটা ছিলই। প্রথম দিকে দেশের হয়ে খেলছি ভাবলে উত্তেজিত হয়ে যেতাম। পরে মাথা ঠান্ডা করে ভাবতে শিখেছি। বুঝেছি যে, উত্তেজিত না হয়ে শান্ত থেকে পারফর্ম করাটাই আসল। টিমের পরিকল্পনামাফিক চলাটাই আসল।” পাশাপাশি সূর্যকুমার যাদবের ইনিংসেরও ভূয়সী প্রশংসা করে যান প্রসিদ্ধ। আমেদাবাদের দ্বিতীয় ওয়ান ডে-তে চাপের মধ্যে ব্যাট করতে নেমে ৬৪ করে যান মুম্বইকর। যা নিয়ে প্রসিদ্ধ বলে যান, “সূর্যর ইনিংসটার টাইমিং দেখার মতো ছিল। কারণ, তখন আমরা পরপর উইকেট হারিয়েছিলাম।”

আজ টিভিতে: ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ
তৃতীয় ওয়ান ডে, আমেদাবাদ
দুপুর ১.৩০, স্টার স্পোর্টস

[আরও পড়ুন: ‘রাজনীতির শিকার ঋদ্ধিমান’, জাতীয় দল থেকে অপসারণ বিতর্কে বিস্ফোরক প্রাক্তন উইকেটকিপার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement