সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি সিরিজ অতীত। আজ থেকে শুরু ভারত-শ্রীলঙ্কা (India-Sri Lanka) ওয়ানডে সিরিজ। সেই সিরিজের প্রথম বল গড়াচ্ছে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে। চোট সারিয়ে এই সিরিজেই প্রত্যাবর্তন ঘটতে পারত জশপ্রীত বুমরাহর (Jasprit Bumrah)। কিন্তু তা হচ্ছে না। ফিটনেস পরীক্ষার সময় কিছু একটা সমস্যা হচ্ছে ধরা পড়ায় ভারতের অন্যতম সেরা ফাস্ট বোলারকে বাইরে রেখেই নামছে ভারত।
বুমরাহ ছাড়া প্রথম ওয়ান ডে’র আগে তেমন বিশেষ কোনও খবর নেই। রোহিত শর্মা, বিরাট কোহলিরা বিশ্রাম কাটিয়ে আবার ফিরছেন। ফিরছেন মহম্মদ সামিও। ভারত তিন পেসারে খেলতে পারে। মহম্মদ সিরাজ আর সামি খেলবেন। তৃতীয় পেসারের জন্য লড়াইটা অর্শদীপ সিং আর উমরান মালিকের মধ্যে।
[আরও পড়ুন: টি-টোয়েন্টি কেরিয়ার কি শেষ? গুঞ্জনের মাঝেই মুখ খুললেন রোহিত শর্মা]
গুয়াহাটিতে সাধারণত ব্যাটিং সহায়ক উইকেটই হয়। পাঁচবছর আগে গুয়াহাটিতে শেষ ওয়ান ডে হয়েছিল। সেখানে ওয়েস্ট ইন্ডিজ ৩২২ তুলেছিল। ভারত অবশ্য অনায়াসে রান তাড়া করে দিয়েছিল। এবারও মনে করা হচ্ছে একইরকম রানের উইকেটই হবে। তবে ঋষভ পন্থ না থাকলেও ঈশান কিষাণকে খেলানো হচ্ছে। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা এসে পরিষ্কার করে বলে দিয়ে যান, তাঁদের ভাবনা-চিন্তায় ঈশানের থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন শুভমান গিল।
ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন, ‘‘দু’জন ওপেনার খুব ভাল পারফর্ম করেছে। গিল শেষ কয়েকটা ম্যাচে অনেক রান করেছে। ঈশানও করেছে। ঈশানও খুব ভাল পারফর্ম করেছে। ডাবল সেঞ্চুরি করেছে। আমি জানি ডাবল সেঞ্চুরি করার অর্থটা কী। দুর্দান্ত সাফল্য এটা। কিন্তু সত্যি বলতে কী, একজনকে সুযোগ দিতেই হবে যে বেশ কিছুটা সময় ধরে ভাল পারফর্ম করে গিয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে তাকে যথেষ্ট সুযোগ দিতে হবে।’’
(আজ টিভিতে- ভারত বনাম শ্রীলঙ্কা
প্রথম ওয়ান ডে, গুয়াহাটি, দুপুর ১.৩০, স্টার স্পোর্টস)