সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভালো আছেন তামিম ইকবাল। চিকিৎসায় সাড়া দিয়েছেন তিনি। বাংলাদেশি সংবাদমাধ্যম প্রথম আলো-র খবর অনুযায়ী, জ্ঞান ফিরেছে তাঁর। চিকিৎসক এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলেছেন বলে জানা গিয়েছে। ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবেন তিনি। আগামী ২৪ ঘণ্টা ক্রিকেটারের কাছে খুবই গুরুত্বপূর্ণ বলে খবর।

ঢাকা প্রিমিয়ার লিগে সাভারের বিকেএসপি-র মাঠে তামিমের দল মহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচ ছিল শাহিনপুকুরের বিরুদ্ধে। সেখানে টস করতে যাওয়ার সময় আচমকাই বুকে ব্যথা অনুভব করেন তামিম। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাংলাদেশের প্রাক্তন অধিনায়কের এনজিওগ্রাম করানো হয়েছে। তাঁর দু'বার হার্ট অ্যাটাক হয়েছে। তামিমের হার্টে ব্লকেজ পাওয়া গিয়েছে। আপাতত সফলভাবে রিং পরানো হয়েছে।
জানা গিয়েছে, তামিমের সঙ্গে দেখা করতে হাসপাতালে এসেছেন তাঁর সতীর্থ মুশফিকুর রহিম, মাহমুদুল্লা, মেহেদি হাসান মিরাজরা। এসেছেন তাঁর পরিবারের সদস্যরাও। প্রথমে হেলিকপ্টারে করে তামিমকে অন্য কোনও হাসপাতালে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু তামিমের অবস্থা গুরুতর থাকায় সেই পরিকল্পনা বাদ দিতে হয়।
এই বিষয়ে বিকেএসপির জনসংযোগ কর্মকর্তা আসরাফ উজ্জাম জানান, “ম্যাচ শুরুর সময়ই তামিম অসুস্থ বোধ করেন। পরে তিনি কেপিজে হাসপাতালে একবার স্বাস্থ্য পরীক্ষা করাতে আসেন। কিছুটা সুস্থ অনুভব করায় তামিম আবার বিকেএসপি-তে ফিরে যান। ফের অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।”
এদিন তামিমের দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁরই সতীর্থ শাকিব আল হাসান। জানান নিজের জন্মদিন হলেও তামিমের অসুস্থতার জন্য তাঁর মন ভালো নেই। শাকিব আরও লেখেন, 'আমার প্রিয় সতীর্থ ও বন্ধু তামিম ইকবাল অসুস্থ। মাঠে আমরা একসঙ্গে অনেক লড়াই করেছি, অনেক স্মৃতি রয়েছে, আর সবসময় চাইব আমাদের এই পথচলা আরও দীর্ঘ হোক। তামিম, তুমি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় শক্তি। তোমার দ্রুত সুস্থতা ও মাঠে ফিরে আসার জন্য দোয়া করছি। ইনশাআল্লাহ, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে। তামিমের জন্য আপনার দোয়াই হবে, আমার জন্মদিনের সেরা উপহার। দোয়া করবেন, আমার ভাই তামিম যেন দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারে!'