shono
Advertisement

সীমান্তে ওত পেতে পাকিস্তানি ট্যাঙ্ক, মিসাইল সিস্টেম মোতায়েন করছে ভারত

পাক যুদ্ধবিমানের গতিবিধির উপর সর্বক্ষণ নজর রাখছে ভারতের রাডার৷  The post সীমান্তে ওত পেতে পাকিস্তানি ট্যাঙ্ক, মিসাইল সিস্টেম মোতায়েন করছে ভারত appeared first on Sangbad Pratidin.
Posted: 12:29 PM May 16, 2019Updated: 12:29 PM May 16, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বালাকোট হামলার পর আপাতদৃষ্টিতে পরিস্থিতি শান্ত মনে হলেও উত্তেজনা তুঙ্গে ভারত-পাক সীমান্তে৷ যে কোনও সময় বেজে উঠতে পারে যুদ্ধের দামামা৷ তাই সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে পাকিস্তান সীমান্তে মিসাইল ডিফেন্স সিস্টেম মোতায়েন করতে চলেছে ভারতীয় সেনাবাহিনী৷     

Advertisement

[আইএসের দক্ষিণ এশিয়া শাখাকে নিষিদ্ধ ঘোষণা রাষ্ট্রসংঘের, পাকিস্তানে গ্রেপ্তার হাফিজের শ্যালক]

সেনা সূত্রে খবর, জম্মু-কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান ও গুজরাট থেকে মিসাইল ডিফেন্স সিস্টেমগুলিকে ফরওয়ার্ড পোস্টে মোতায়েন করা হবে৷ পাক বায়ুসেনার হামলা ঠেকাতেই এই পদক্ষেপ করা হয়েছে৷ বালাকোটের জঙ্গিঘাঁটিতে সার্জিকাল স্ট্রাইকের পর থেকেই সীমান্তে পরিস্থিতি উত্তপ্ত করে তুলেছে পাকিস্তান৷ লাগাতার সংঘর্ষবিরতি লঙ্ঘন করে চলেছে পাক সেনা৷ পাশাপাশি কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা বরাবর ৩০০টি ট্যাঙ্ক মোতায়েন করে রেখেছে পাকিস্তান৷ পজিশনে রয়েছে পাক সেনার একাধিক ফিল্ড রেজিমেন্ট৷ পাক বায়ুসেনা ঘাঁটিগুলিতেও তুঙ্গে প্রস্তুতি৷ তাই যে কোনও পরিস্থিতির মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে সেনাবাহিনী৷ পাক যুদ্ধবিমানের গতিবিধির উপর সর্বক্ষণ নজর রাখছে ভারতের রাডার৷ সীমান্ত পেরলেই পাক যুদ্ধবিমানগুলিকে গুঁড়িয়ে দিতে মোতায়েন করা হচ্ছে অত্যাধুনিক মিসাইল ডিফেন্স সিস্টেম৷ বর্তমান ভারতীয় সেনার ‘এয়ার ডিফেন্স ইউনিট’-এর দায়িত্বে রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল এ পি সিং৷ এই ইউনিটটিতে রয়েছে ডিআরডিও-ইজরায়েল যৌথ উদ্যোগে নির্মিত ‘এম আর স্যাম’ মিসাইল, দেশীয় প্রযুক্তিতে নির্মিত আকাশ ক্ষেপণাস্ত্র-সহ একাধিক সিস্টেম৷  

উল্লেখ্য, পুলওয়ামা জঙ্গি হামলার পর গত ২৬ ফেব্রুয়ারি বালাকোটে জঙ্গি শিবিরে বোমাবর্ষণ করে ভারতীয় বাযুসেনার মিরাজ-২০০০ যুদ্ধবিমান৷ তার পরদিন পালটা হামলা চালায় পাক বায়ুসেনার এফ-১৬ বিমান৷ লড়াইয়ে পাকিস্তানের হাতে ধরা পড়েন মিগ বিমানের পাইলট অভিনন্দন বর্তমান৷ তবে আন্তর্জাতিক চাপে শেষমেশ সংঘর্ষে ইতি টানে দু’দেশই৷ কিন্তু তারপর থেকেই সীমান্তে বাড়তে থাকে চাপা উত্তেজনা৷ সব মিলিয়ে এই মুহূর্তে বারুদের স্তূপের উপর রয়েছে দুই প্রতিবেশী দেশের অবস্থান৷                 

[ইসলামের ‘অবমাননা’ করায় মৃত্যুদণ্ড, পাকিস্তানি যুগলের ত্রাতা আসিয়ার আইনজীবী]

The post সীমান্তে ওত পেতে পাকিস্তানি ট্যাঙ্ক, মিসাইল সিস্টেম মোতায়েন করছে ভারত appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার