সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৮-র পর আবার কি দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ান ডে সিরিজ জিততে পারবে ভারত? সেই প্রশ্নকে সামনে রেখে বৃহস্পতিবার পার্লে সিরিজের তৃতীয় তথা নির্ধারক ম্যাচে প্রোটিয়াদের বিরুদ্ধে খেলতে নামছে ভারতীয় দল। ২০১৮-তে বিরাট কোহলির নেতৃত্বে প্রোটিয়া সফরে ওয়ান ডে সিরিজ (India vs South Africa) জিতেছিল ভারত। এবার রিঙ্কু সিংদের সামনে তার পুনরাবৃত্তি ঘটানোর সুযোগ। কেএল রাহুল (KL Rahul) কি পারবেন ’১৮-র বিরাট হয়ে উঠতে? পরিস্থিতিগত বিচারে কিছুটা হলেও চাপে টিম ইন্ডিয়া। জোহানেসবার্গে প্রথম ম্যাচে দুরন্ত জয় লাভ করেছিলেন রাহুলরা। মঙ্গলবার পোর্ট এলিজাবেথে পাল্টা প্রত্যাঘাত করেছে প্রোটিয়া বাহিনী। সিরিজ এখন ১-১। অর্থাৎ পার্লে ‘মাস্ট উইন’ পরিস্থিতিতে মুখোমুখি দু’দল।
শেষ ম্যাচে জয়টা যেখানে এডেন মার্করামদের আত্মবিশ্বাস অনেকটা বাড়িয়ে দিয়েছে, সেখানে চাপে টিম ইন্ডিয়া (India Cricket Team)। দ্বিতীয় ম্যাচে সাই সুদর্শন ও রাহুল ছাড়া রান পাননি দলের বাকি ব্যাটাররা। দলের ব্যাটিং ব্যর্থতার পাশাপাশি ম্রিয়মান বোলিং চিন্তায় রাখবে ভারতীয় শিবিরকে। ওয়ান ডে সিরিজে এখনও উইকেট পাননি মুকেশ কুমার। তবে একটা ম্যাচে হারে আতঙ্কের কিছু দেখছে না টিম ম্যানেজমেন্ট। পোর্ট এলিজাবেথে হারের পিছনে টস-ফ্যাক্টরকে বড় কারণ বলে মনে করছেন অধিনায়ক রাহুল। তাঁর কথায়, “শুরুতে বোলার যে সুবিধা পিচ থেকে পাচ্ছে, সেটা পরে থাকছে না। ফলে প্রথমে ব্যাট করা কঠিন হচ্ছে।”তবে দ্বিতীয় ম্যাচে দল ৫০-৬০ রান কম তুলেছে, মানছেন কেএল। ভারত অধিনায়ক বলেছেন, “২৪০-২৫০ রান চ্যালেঞ্জিং স্কোর হতে পারত। কিন্তু পরপর উইকেট হারানোর সেই টার্গেটে আমরা পৌঁছতে পারিনি। কঠিন সময়ে উইকেট হারানোর মাশুল গুনতে হয়েছে।”
[আরও পড়ুন: স্বপ্নপূরণ রিচার, তৃতীয় বাঙালি হিসাবে ভারতের হয়ে টেস্ট অভিষেক বঙ্গকন্যার]
দলে রজত পাতিদার, যুজবেন্দ্র চাহালের মতো প্লেয়ার এখনও খেলার সুযোগ পাননি। ফর্মে না থাকা তিলক ভার্মার জায়গায় পাতিদার সুযোগ পান কি না সেটাই দেখার। ওপেনিংয়ে সুদর্শন ভরসা দিলেও রুতুরাজ গায়কোয়াড়ের ছন্দে না থাকা চিন্তায় রাখবে টিম ম্যানেজমেন্টকে। পাশাপাশি দ্বিতীয় ম্যাচে দাগ কাটতে ব্যর্থ হন ভারতীয় স্পিনাররা। সেটা মাথায় রেখে চাহালকে প্রথম দলে আনার পরিকল্পনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। উল্টোদিকে, সিরিজ নির্ধারক ম্যাচে খেলতে নামার আগে অবশ্য আত্মবিশ্বাসের তুঙ্গে প্রোটিয়া শিবির। পোর্ট এলিজাবেথে দুরন্ত শতরানে নজর কেড়েছেন ওপেনার টোনি ডি’জর্জি। তাঁর প্রশংসা করে মার্করাম বলেছেন, “উইকেট থেকে বোলাররা বাড়তি সুবিধা পাচ্ছিল। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে টোনির শতরান ডবল সেঞ্চুরির সমান। পরের ম্যাচে অনেক আত্মবিশ্বাসী হয়ে ও মাঠে নামবে।” সবমিলিয়ে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে রাহুলের ভারতের সামনে।
আজ টিভিতে
দক্ষিণ আফ্রিকা বনাম ভারত
তৃতীয় ওয়ান ডে, বিকেল ৪.৩০
পার্ল, স্টার স্পোর্টসে