shono
Advertisement

আগামী ৯ বছরে চারটি ICC টুর্নামেন্ট ভারতে, প্রথমবার বিশ্বকাপ হবে আমেরিকায়

একনজরে দেখে নিন আয়োজক দেশের তালিকা।
Posted: 07:02 PM Nov 16, 2021Updated: 09:15 PM Nov 16, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী দশ বছর ক্রিকেট উৎসবে ভাসবে গোটা বিশ্ব। মঙ্গলবার ২০৩১ সাল পর্যন্ত টি-টোয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশের নাম ঘোষণা করল আইসিসি। যার মধ্যে চারটি টুর্নামেন্টের দায়িত্বে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ড। আরও একটি বিশেষ চমক দিল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা (ICC)। এই প্রথমবার মার্কিন মুলুকে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর।

Advertisement

২০২০ সালের টি-২০ বিশ্বকাপ আয়োজনের দায়িত্বে ছিল বিসিসিআই। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক দেশ যে ভারত, তা আগেই জানানো হয়েছিল। এবার প্রকাশ্যে এল ২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত টুর্নামেন্টের আয়োজক দেশের নাম। 

[আরও পড়ুন: T20 World Cup: পরবর্তী টি-২০ বিশ্বকাপের প্রাথমিক সূচি ঘোষণা করে দিল আইসিসি, ফাইনাল মেলবোর্নে]

প্রকাশিত তালিকায় ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে আয়োজন করবে ভারত। এরপর ২০২৯ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিও হবে এ দেশে। আবার বাংলাদেশের সঙ্গে হাত মিলিয়ে ২০৩১ ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পালন করবে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। অর্থাৎ আগামী দশ বছর ভারতীয় ক্রিকেটারপ্রেমীদের পোয়া বারো। তবে হাসি ফুটবে পাক সমর্থকদের মুখেও। কারণ সে দেশও টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পেয়েছে। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি হবে বাবর আজমদের পাকিস্তানে। ক্রিকেটকে জনপ্রিয় করতে আরও একটি বড়সড় সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। এই প্রথম সে মুলুকে বসবে কুড়ি-বিশের বিশ্বকাপের আসর।

এবার একনজরে দেখে নেওয়া যাক ২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত কোথায় কোন টুর্নামেন্ট হবে।
১. ২০২৪-এর জুন মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ।
২. ২০২৫ সালের ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে পাকিস্তানে।
৩. ২০২৬-এর ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় হবে টি-২০ বিশ্বকাপ।
৪. ২০২৭ অক্টোবর-নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপ হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও নামিবিয়ায়।
৫. ২০২৮-এর অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
৬. ২০২৯ সালের অক্টোবরে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে ভারতে।
৭. ২০৩০-এর জুনে টি-২০ বিশ্বকাপের আয়োজনে ইংল্যান্ড-আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।
৮. ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের আসর বসবে ভারত ও বাংলাদেশে।  

[আরও পড়ুন: শক্তি হারাল নিউজিল্যান্ড, ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজে নেই উইলিয়ামসন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement