shono
Advertisement

‘ঘুষখোর’দেশের তালিকায় শীর্ষে ভারত

এদেশে নৈতিকতার মান লজ্জাজনক৷ The post ‘ঘুষখোর’ দেশের তালিকায় শীর্ষে ভারত appeared first on Sangbad Pratidin.
Posted: 07:00 PM Mar 07, 2017Updated: 01:30 PM Mar 07, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইনক্রেডিবল ইন্ডিয়া৷ মেরা ভারত মহান৷ চতুর্দিকে ঢাক-ঢোল পিটিয়ে মহানতার গুণগান করলেও এদেশে নৈতিকতার মান লজ্জাজনক৷ সম্প্রতি, এক সমীক্ষায় জানা গিয়েছে, সরকারি পরিষেবার পাওয়ার ক্ষেত্রেও দুই-তৃতীয়াংশ ভারতীয়কে ‘ঘুষ’ দিতে হয়৷

Advertisement

(নয়া চুক্তিতে ১২টি মাইন বিধ্বংসী জাহাজ আসছে ভারতের হাতে)

সম্প্রতি, এশিয়া প্যাসিফিকের দেশগুলিতে এক সমীক্ষা চালিয়েছিল ‘ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল’ নামের একটি দুর্নীতি বিরোধী সংগঠন৷ সেই সমীক্ষায় জানা গিয়েছে, প্রায় ৬৯ শতাংশ ভারতীয় কোনও না কোনও সময় ঘুষ দেওয়ার কথা স্বীকার করেছেন৷ এই তালিকায় দ্বিতীয় ভিয়েতনাম, তারপর রয়েছে পাকিস্তান ও চিন৷ তালিকায় সব থেকে নিচে রয়েছে জাপান৷ মাত্র ০.২ শতাংশ নিয়ে তালিকায় সর্বনিম্ন স্থানে রয়েছে জাপান৷

(‘নেকেড’ কতটা ঝড় তোলে তার অপেক্ষায় আছি:  ঋতাভরী)

এশিয়া প্যাসিফিকের ১৬টি দেশ জোড়া এই সমীক্ষায় অংশ গ্রহণ করেছিলেন প্রায় ২০,০০০ জন৷ এই সমীক্ষায় জানা গিয়েছে, পুলিশ বিভাগ হচ্ছে সবথেকে বেশি দুর্নীতিগ্রস্ত৷ সমীক্ষার পর ‘ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল’-এর কর্তা জোস উগাজ সংশ্লিষ্ট দেশের সরকারের কাছে বিষয়টি খতিয়ে দেখার আবেদন করেছেন৷

শিশু নিগ্রহে এবার কাটা হবে যৌনাঙ্গ

The post ‘ঘুষখোর’ দেশের তালিকায় শীর্ষে ভারত appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement