shono
Advertisement

মুশির খানের দুরন্ত সেঞ্চুরি, অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে আইরিশদের বড় ব্যবধানে হারাল ভারত

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সুপার সিক্সে ভারত। 
Posted: 08:23 PM Jan 25, 2024Updated: 09:45 PM Jan 25, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে (Under 19 World Cup) আয়ারল্যান্ডকে বিধ্বস্ত করল ভারত (India)। ২০১ রানে ম্যাচ জিতল উদয় সাহারানের ছেলেরা। বাংলাদেশকে হারিয়ে  অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে দৌড় শুরু করেছিল ভারতীয় দল। বৃহস্পতিবারও আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতের জয়ের ধারা অব্যাহত থাকল। ভারত এ দল প্রথমে ব্যাট করে সাত উইকেটে ৩০১ রান করে। জবাবে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড শেষ হয়ে যায় ১০০ রানে। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সুপার সিক্সে পৌঁছে গেল ভারত। গ্রুপ পর্বে ভারতের শেষ ম্যাচ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে।
বৃহস্পতিবার টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় আয়ারল্যান্ড। ভারতের এই জয়ের পিছনে বড় অবদান রয়েছে মুশির খানের। তিনি ১০৬ বলে ১১৮ রানের ইনিংস খেলেন। ৯টি বাউন্ডারি ও ৪টি ছক্কায় সাজানো ছিল মুশিরের ইনিংস। একসময়ে ভারতের রান ছিল ২ উইকেটে ৮০। মুশির খান ও অধিনায়ক উদয় সাহারান ইনিংস গোছানোর কাজ করেন। উদয় সাহারান ৭৫ রানের ইনিংস খেলেন। 

Advertisement

[আরও পড়ুন: ফের বিয়ে করবেন সানিয়া? কেমন থাকবে শোয়েব-সানার দাম্পত্য জীবন? ভবিষ্যদ্বাণী জ্যোতিষীর]

খান পরিবারে এদিন খুশির হাওয়া। ব্যাট হাতে জ্বলে উঠলেন দুই ভাই। একজন দেশের মাটিতে। অন্যজন দক্ষিণ আফ্রিকার মাটিতে।
ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ভারত এ দলের হয়ে সরফরাজ খান ১৬০ বলে ১৬১ রানের ইনিংস খেলেন। মুশির ৬৬ বলে এদিন হাফ সেঞ্চুরি করেন। ১০০ বলে সেঞ্চুরি হাঁকান তিনি। অধিনায়ক উদয় সাহারানের সঙ্গে জুটিতে ১৫৬ রান জোড়েন মুশির। সাহারান অবশ্য ৮৪ বলে ৭৫ রানের ইনিংস খেলেন। ৪৮-তম ওভারে আউট হন মুশির। সিঙ্গলসকে ডাবলসে পরিণত করতে চেয়েছিলেন তিনি।
ভারতের এই বিশাল রান তাড়া করতে নেমে আয়ারল্যান্ড প্রথম থেকেই উইকেট হারাতে থাকে। দুই অঙ্কের রান করতেই হিমসিম খাওয়ার অবস্থা আইরিশদের। ভারতীয় বোলারদের মধ্যে নমন তিওয়ারি ৪টি উইকেট নেন। সাওমি পাণ্ডে তিনটি উইকেট নেন। ড্যানিয়েল ফরকিন সর্বোচ্চ ২৭ (অপরাজিত) রান করেন। 

[আরও পড়ুন: প্রকাশ্যে ISL ডার্বির দিনক্ষণ, পর পর দুমাসে দুবার মুখোমুখি ইস্ট-মোহন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement