shono
Advertisement

পরপর তিন ম্যাচে ‘গোল্ডেন ডাক’, প্রশ্নের মুখে সূর্যকুমার যাদবের ওয়ানডে কেরিয়ার

শূন্যর হ্যাটট্রিক!
Posted: 09:11 PM Mar 22, 2023Updated: 09:11 PM Mar 22, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টিতে তিনি বিশ্বসেরা ব্যাটার। অনেকেই তাঁকে আধুনিক ক্রিকেটের ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’ বলে মনে করেন। অথচ সেই সূর্যকুমার যাদব ওয়ানডে ক্রিকেটে আদৌ দলে থাকার যোগ্য কিনা সেটা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন উঠে গেল চেন্নাই ওয়ানডের পর।

Advertisement

এদিন ফের ‘গোল্ডেন ডাক’ অর্থাৎ প্রথম বলে শূন্য রান করে প্যাভিলিয়নে ফিরলেন ভারতীয় ক্রিকেটের ‘মিস্টার ৩৬০’। মিডল অর্ডারে যাকে ঘিরে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখছেন রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়রা, সেই SKY চলতি সিরিজের ৩ ম্যাচেই এক বলে শূন্য রান করে আউট হয়েছেন। এই অযাচিত হ্যাটট্রিকের পর স্বাভাবিকভাবেই সূর্যর ওয়ানডে কেরিয়ার প্রশ্নের মুখে পড়তে চলেছে।

[আরও পড়ুন: মায়ানমারের বিরুদ্ধে কষ্টার্জিত জয়, এশিয়ান কাপের প্রস্তুতিপর্বের শুরুটা ভাল হল না ভারতের]

আগের দু’ম্যাচে মিচেল স্টার্কের জোরাল ইনসুইংয়ের শিকার হয়েছিলেন সূর্য। দুটি ম্যাচেই একইভাবে আউট হন তিনি। সম্ভবত সেকারণেই এদিন নিজের প্রিয় ক্রিকেটারকে স্টার্কের সামনে ফেলতে চাননি রোহিত। ব্যাটিং অর্ডারে সূর্যর ৪ নম্বরে নামার হলেও এদিন তাঁকে নামানো হয় ৬ নম্বরে। সামনে স্টার্ক ছিলেনও না। কিন্তু তাতেও SKY-এর ভাগ্য বিশেষ বদলায়নি। এদিনও তিনি প্রথম বলেই আউট হন। আউট করেন বাঁহাতি স্পিনার অ্যাস্টন আগর। আসলে সূর্য এখন এতটাই আত্মবিশ্বাসের অভাবে ভুগছেন যে কার্যত সোজা বলটিও খেলতে পারলেন না।

[আরও পড়ুন: ‘SET পরীক্ষায় ফার্স্ট হয়েছিলাম, বাবা করিয়ে দেয়নি’, নিন্দুকদের জবাব দেবলীনা কুমারের]

আর শুধু চলতি সিরিজ নয়, সব মিলিয়েই নিজের ওয়ানডে কেরিয়ারে বিশেষ কিছু করে উঠতে পারেননি মুম্বই ইন্ডিয়ান্স তারকা। এযাবৎকাল ২৩টি ম্যাচে তাঁর রানসংখ্যা মোটে ৪৩৩। সব মিলিয়ে মাত্র দু’বার পঞ্চাশের বেশি রান করেছেন তিনি। প্রশ্ন উঠছে, সঞ্জু স্যামসনের মতো প্রতিভাবান ক্রিকেটার যখন বাইরে, তখন সূর্যকে বারবার সুযোগ দেওয়া নিয়ে প্রশ্ন উঠছেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement