shono
Advertisement

Breaking News

India vs Bangladesh

ভারতকে কি টেস্টে চাপে ফেলতে পারবে বাংলাদেশ? কোনও সম্ভাবনাই দেখছেন না প্রাক্তন তারকা

এখনও পর্যন্ত টেস্টে ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ।
Published By: Arpan DasPosted: 10:26 PM Sep 13, 2024Updated: 10:27 PM Sep 13, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য টেস্ট সিরিজে পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। এবার তাদের লড়াই ভারতের বিরুদ্ধে। সেখানে কি সাফল্য পেতে পারেন শাকিবরা? টাইগাররা যতই পাকিস্তানে ঐতিহাসিক সিরিজ জিতে আসুক না, টিম ইন্ডিয়াকে কোনও সমস্যাতেই ফেলতে পারবে না তারা। সেরকমই মনে করেন ভারতের প্রাক্তন ক্রিকেটার দীনেশ কার্তিক।

Advertisement

১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ভারত-বাংলাদেশের টেস্ট সিরিজ। প্রথম টেস্ট হবে চেন্নাইয়ে। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন বিরাট-বুমরাহরা। টেস্টে এটাই প্রথম পরীক্ষা কোচ গৌতম গম্ভীরের। পরের টেস্ট কানপুরে। তার পর তিনটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে ভারত। কিন্তু দেশের মাটিতে ভারতকে হারানো অসম্ভব বলেই মনে করেন কার্তিক।

তিনি বলেন, "আমি ব্যক্তিগতভাবে মনে করি, বাংলাদেশ ভারতকে কোনওভাবেই কঠিন পরীক্ষার মুখে ফেলতে পারবে না। ভারতের মাটিতে ভারতকে হারানো পাহাড়প্রমাণ কাজ। বাংলাদেশ পাকিস্তানের মাটিতে ভালো খেলেছে ঠিকই। কিন্তু ভারতকে চাপে ফেলা একেবারেই অসম্ভব।" শেষবার ঘরের মাঠে ভারত টেস্ট সিরিজ হেরেছিল ২০১২ সালে। তার পর একযুগ কেটে গিয়েছে। দেশে ক্রমশ অপরাজেয় হয়ে উঠেছে টিম ইন্ডিয়া।

একটা সময় পর্যন্ত স্পিনই মূল শক্তি ছিল ভারতের। কিন্তু সেই ছবিটা পুরো বদলে দিয়েছেন বুমরাহ-শামিরা। যদিও অশ্বিন-জাদেজারাও তৈরি ঘূর্ণি দেখানোর জন্য। কার্তিক বলছেন, "আমার মনে হয় ভারত এবার পেস সহায়ক পিচ বানাবে। বাংলাদেশকে হারানো তাতে সহজ হবে। তাছাড়া সামনে অস্ট্রেলিয়া সফর আছে। ফলে এই সিরিজে তিনজন পেসারই খেলবে। সঙ্গে দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন আর রবীন্দ্র জাদেজা থাকবে।" এখনও পর্যন্ত টেস্টে ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ। এবারও টাইগারদের সেই আশা পূরণ হবে বলে মনে করছেন না কার্তিক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সদ্য টেস্ট সিরিজে পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। এবার তাদের লড়াই ভারতের বিরুদ্ধে।
  • টাইগাররা যতই পাকিস্তানে ঐতিহাসিক সিরিজ জিতে আসুক না, টিম ইন্ডিয়াকে কোনও সমস্যাতেই ফেলতে পারবে না তারা।
  • সেরকমই মনে করেন ভারতের প্রাক্তন ক্রিকেটার দীনেশ কার্তিক।
Advertisement