shono
Advertisement

বুড়ো হাড়ে ভেলকি, প্রথম টেস্টের চতুর্থ দিন নয়া রেকর্ডের মালিক হলেন ইশান্ত শর্মা

ভারতীয় বোলারদের এলিট তালিকায় ঢুকে পড়েন অভিজ্ঞ পেসার। 
Posted: 03:53 PM Feb 08, 2021Updated: 04:07 PM Feb 08, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অজি ব্যাটসম্যানদের দাপটে চতুর্থ দিনে অনেকটাই ব্যাকফুটে টিম ইন্ডিয়া। তবে এর মধ্যেই হাত ঘুরিয়ে দুরন্ত রেকর্ডের মালিক হয়ে গেলেন ইশান্ত শর্মা (Ishant Sharma)।

Advertisement

চোটের কারণে অস্ট্রেলিয়া সফর থেকে বাদ পড়েছিলেন দলের এই অভিজ্ঞ পেসার। তবে করোনা পরবর্তী জমানায় দলে যোগ দিয়েই দেশের মাটিতে প্রথম টেস্টে নয়া নজির গড়লেন ইশান্ত। তৃতীয় ভারতীয় পেসার হিসেবে ৩০০টি টেস্ট উইকেটের মালিক হয়ে গেলেন তিনি। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ড্যানিয়েল লরেন্সের উইকেটটি তুলে নিতেই নতুন মাইলস্টোন ছুঁয়ে ফেলেন তিনি। এর আগে ভারতীয় পেসার হিসেবে কপিল দেব ও জাহির খান এই রেকর্ড গড়েছিলেন।

[আরও পড়ুন: উত্তরাখণ্ডের ধসে ত্রাণের জন্য ‘ম্যাচ ফি’ অনুদান ঋষভ পন্থের, ভারতের পাশে রাষ্ট্রসংঘ]

এই তিন তারকা-সহ মোট ছয় ভারতীয় বোলারের ঝুলিতে রয়েছে তিনশোটি টেস্ট উইকেট। তালিকায় বাকি তিনজন স্পিনার। তাঁরা হলেন হরভজন সিং, অনিল কুম্বলে এবং রবিচন্দ্রন অশ্বিনের নাম। চলুন একনজরে দেখে নেওয়া যাক কোন ভারতীয় তারকা টেস্টে কতগুলি উইকেটের মালিক।

অনিল কুম্বলে- ৬১৯টি উইকেট।
কপিল দেব- ৪৩৪টি উইকেট।
হরভজন সিং- ৪১৭টি উইকেট।
আর অশ্বিন- ৩৮২টি উইকেট।
জাহির খান- ৩১১টি উইকেট।
ইশান্ত শর্মা- ৩০০টি উইকেট।

[আরও পড়ুন: দুরন্ত ফুটবল এসসি ইস্টবেঙ্গলের, জামশেদপুরকে হারিয়ে ISL-এ তৃতীয় জয় পেলেন স্টেইনম্যানরা]

ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে টিম ইন্ডিয়ার (Team India) সামনে রানের পাহাড় গড়েছেন জো রুটরা। তাঁদের প্রথম ইনিংস শেষ হয় ৫৭৮ রানে। যার মধ্যে জোড়া উইকেট তোলেন ইশান্ত। জোস বাটলার ও জোফ্রা আর্চারকে ফেরান তিনি। আর দ্বিতীয় ইনিংসে লরেন্সকে ১৮ রানে আউট করার পরই ভারতীয় বোলারদের এলিট তালিকায় ঢুকে পড়েন অভিজ্ঞ পেসার ইশান্ত। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement