shono
Advertisement

সাত উইকেট শামির, ১২ বছর পর বিশ্বকাপ ফাইনালে ভারত

২০১৯ সালের বদলা নিল ভারত।
Posted: 01:34 PM Nov 15, 2023Updated: 11:07 PM Nov 15, 2023

২০১৯ বিশ্বকাপের সেমিফাইনাল। সেই ম্যাচে ভারত মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ডের। বৃষ্টি বিঘ্নিত ম্যাচটিতে ১৮ রানে হেরে ভারতের স্বপ্নভঙ্গ হয়েছিল। তার পর চার বছর কেটে গিয়েছে। রোহিত শর্মার নেতৃত্বে এবারের বিশ্বকাপে ভারত নয়ে-৯ করে শেষ চারের ম্যাচে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। জেনে নিন কাপযুদ্ধের প্রথম সেমিফাইনালের লাইভ আপডেট । 

Advertisement

রাত ১০: ৩০ এক ওভারে ফের জোড়া উইকেট শামির। ম্যাচের সপ্তম উইকেট শামির খাতায়। ১২ বছর পর ফাইনালে ভারত। সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৭০ রানে হারাল রোহিত ব্রিগেড। আগামী ১৯ নভেম্বর আহমেদাবাদে ট্রফি জয়ের ম্যাচ খেলবে মেন ইন ব্লু। 

রাত ১০:২০ মহম্মদ সিরাজের প্রথম উইকেট। মিচেল স্যান্টনারকে প্যাভিলিয়নে ফেরালেন তারকা পেসার। 

রাত ১০:১০ ম্যাচের পঞ্চম উইকেট পেলেন শামি। সেঞ্চুরি হাঁকানো মিচেলকে ফেরালেন প্যাভিলিয়নে। 

রাত ১০ এবার উইকেট কুলদীপ যাদবের খাতায়। মার্ক চ্যাপমানকে আউট করলেন স্পিনার। পরপর দুই ওভারে দুরন্ত ক্যাচ রবীন্দ্র জাদেজার। নিউজিল্যান্ডের স্কোর ৩০১/৬। ফাইনালে পৌঁছনোর লড়াইয়ে এগিয়ে রোহিত ব্রিগেড।

রাত ৯:৫৫ কিউয়িদের পঞ্চম উইকেটের পতন। গ্লেন ফিলিপসকে ফেরালেন জশপ্রীত বুমরাহ। নিউজিল্যান্ডের স্কোর ২৯৬/৫। 

রাত ৯: ৩০ আড়াইশো রান পেরল নিউজিল্যান্ড। ৩৯ ওভারের শেষে কিউয়িদের স্কোর ২৫৭। 

রাত ৯:১৫ ৩৬ ওভারের শেষে নিউজিল্যান্ডের স্কোর ২৩১/৪। ক্রিজে মিচেল ও গ্লেন ফিলিপস। 

রাত ৮:৫৫ একই ওভারে জোড়া আঘাত শামির। নিজের পঞ্চম ওভারে বল করতে এসে তুলে নেন উইলিয়ামসনকে।  দ্বিতীয় বলে কিউয়ি অধিনায়ক আউট হন। চতুর্থ বলে আউট হয়ে যান ল্যাথাম। 

রাত ৮: ৪৫ সেমিফাইনালে ড্যারেল মিচেলের সেঞ্চুরি। ১৭০ রানের পার্টনারশিপ গড়েন দুরন্ত প্রত্যাবর্তন নিউজিল্যান্ডের। 

রাত ৮: ২০ হাফসেঞ্চুরি করলেন কেন উইলিয়ামসন। কিউয়িদের স্কোর ১৭৪/২। 

রাত ৮:১০ ১৫০ রান পূরণ নিউজিল্যান্ডের। হাফসেঞ্চুরি ড্যারেল মিচেলের। অর্ধশতরানের দোরগোড়ায় উইলিয়ামসন। এদিন খেলা দেখতে মাঠে হাজির ছিলেন ভারতীয় দলের লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল ও তাঁর স্ত্রী ধনশ্রী ভার্মা। 

সন্ধ্যা ৭:৩০ ১০০ রান পূরণ করল নিউজিল্যান্ড। ক্রিজে রয়েছেন উইলিয়ামসন ও মিচেল। 

সন্ধ্যা ৭:১০: প্রথম পাওয়ারপ্লের শেষে নিউজিল্যান্ডের স্কোর ৪৬/২। ক্রিজে রয়েছেন কেন উইলিয়ামসন ও ড্যারেল মিচেল। 

সন্ধ্যা ৭টা: দ্বিতীয় উইকেটের পতন। ফিরে গেলেন দলের সেরা ব্যাটার রাচীন রবীন্দ্র। আগুনে স্পেল করে নিজের দ্বিতীয় উইকেট তুলে নিলেন শামি। 

বিকেল ৬:৪৬ প্রথম উইকেট হারাল নিউজিল্যান্ড। নিজের প্রথম ওভারেই ডেভন কনওয়েকে ফেরালেন শামি। দুরন্ত ক্যাচ রাহুলের। ৩০ রানে প্রথম উইকেট হারাল কিউয়িরা। 

বিকেল ৬:৩০ বিরাটকে শুভেচ্ছা জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। 

বিকেল ৬: ২০ নিউজিল্যান্ড ইনিংস শুরু। প্রথম ওভারে ৮ রান তুলল কিউয়িরা। 

বিকেল ৬: ১০ ওয়ানডেতে ৫০ তম সেঞ্চুরি করার পর বিরাটকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও শুভেচ্ছা জানান। 

বিকেল ৫:৫০ বিশাল রানে থামল ভারতের ইনিংস। বিরাট-শ্রেয়সের শতরান, কে এল রাহুলের ক্যামিও ইনিংস, গিলের ৮০ রানে ভর করে ৩৯৭ রান তুলল ভারত। 

বিকেল ৫:৪০ টানা দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি শ্রেয়স আইয়ারের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১০১ রানে ব্যাট করছেন ভারতীয় তারকা। ভারতের স্কোর ৩৬৬/২। 

বিকেল ৫:৩০ সাড়ে তিনশো রান পেরল ভারত। ৪৬ ওভারের শেষে ভারতের স্কোর ৩৫৪/২। ৯৩ রানে ব্যাট করছেন শ্রেয়স আইয়ার। 

বিকেল ৫:২০ ঐতিহাসিক ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরলেন বিরাট। ৯টি চার, ২টি ছক্কা মেরে ১১৭ রান এল কোহলির ব্যাট থেকে। ভারতের স্কোর ৩৪১/২। সেঞ্চুরির দিকে এগোচ্ছেন শ্রেয়স। 

বিকেল ৫টা: ওয়ানডে ক্রিকেটে ইতিহাস বিরাটের। একমাত্র ক্রিকেটার হিসাবে হাঁকালেন ৫০টি সেঞ্চুরি। শচীন তেণ্ডুলকরের ৪৯কে টপকে ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরি করার রেকর্ড গড়লেন কিং কোহলি। নয়া নজিরের সাক্ষী হলেন তেণ্ডুলকর নিজেও। উঠে দাঁড়িয়ে অভিনন্দন জানালেন মাস্টার ব্লাস্টার। ১০০ রান করেও আগ্রাসী মেজাজে ব্যাটিং বিরাটের। তিনশো রান পেরিয়ে গেল ভারত। 

দুপুর ৪:৪০  শতরানের পার্টনারশিপ গড়লেন বিরাট-শ্রেয়স। ২৫০ রানের গণ্ডি পেরল ভার‍ত। হাফসেঞ্চুরি করলেন শ্রেয়স আইয়ারও। ভারতের স্কোর ২৬৪। চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন হার্দিক পাণ্ডিয়া। তবে এদিনের ম্যাচ দেখতে মাঠে এসেছিলেন তিনি।

অন্যদিকে, শুভমানের পর ক্র্যাম্পের শিকার বিরাট কোহলি। প্রবল গরমের কারণে মাঠেই লুটিয়ে পড়েন তিনি। ৯২ রানে ব্যাট করছিলেন তিনি ।

দুপুর ৪:৩০ বিশ্বকাপে শচীনের সর্বকালের রেকর্ড ভাঙলেন বিরাট কোহলি। বিশ্বকাপের এক সংস্করণে সবচেয়ে বেশি রান করার নজির এখন কোহলির দখলে। ২০২৩ বিশ্বকাপে ইতিমধ্যেই ৬৭৪ রান করেছেন বিরাট। ২০০৩ সালে শচীনের রান ছিল ৬৭৩। এদিন ম্যাচ দেখতে হাজির ছিলেন। তাঁর সামনেই রেকর্ড ভাঙলেন কোহলি। 

দুপুর ৪:০৫ ২০০ রান করল ভারত। ২৮ ওভারেই গণ্ডি পেরিয়ে গেল টিম ইন্ডিয়া। ক্রিজে রয়েছেন কোহলি ও শ্রেয়স আইয়ার। 

দুপুর ৪: ৫০ রান করলেন বিরাট কোহলি। বিশ্বকাপের সেমিফাইনালে এই প্রথমবার হাফসেঞ্চুরি কিং কোহলির ব্যাটে। ৫১ রানে ব্যাট করছেন বিরাট।

দুপুর ৩:৪৫ গরমের কারণে পেশিতে মারাত্মক টান শুভমান গিলের। মাঠ ছাড়তে বাধ্য হলেন ভারতীয় ওপেনার। ৭৯ রানে রিটায়ার্ড হার্ট হলেন গিল। তাঁর জায়গায় মাঠে এলেন শ্রেয়স আইয়ার। 

দুপুর ৩:৩০ ১৫০ রানের গণ্ডি পেরল ভারত। কুড়ি ওভারেই এই রান তুলে ফেলেছেন ভারতীয় ব্যাটাররা। 

দুপুর ৩:১০ ১৫ ওভারের শেষে ভার‍তের স্কোর ১১৮/১। ব্যাট করছেন গিল (৫২*), বিরাট কোহলি (১৬*)। বিশ্বকাপ সেমিফাইনালে এই প্রথমবার দুই অঙ্কের রানে পৌঁছলেন কোহলি। গত তিন বিশ্বকাপের সেমিফাইনালে বিরাটের মোট রান ১১। 

দুপুর ৩: ১০০ রানের গণ্ডি পেরল ভারত। ছক্কা মেরে ভারতের রান ১০০ পার করালেন গিল। ১৩ ওভারেই ১০০ রান ভারতের। হাফসেঞ্চুরি গিলের। স্টেডিয়ামে হাজির ছিলেন পাঞ্জাবি ব্যাটারের বাবা-মা। তাঁদের সামনেই দুরন্ত ব্যাটিং ভারতীয় ওপেনারের। 

দুপুর ২:৫০ প্রথম পাওয়ার প্লে শেষ। দশ ওভারে ভারতের স্কোর ৮৪/১। ক্রিজে শুভমান গিল ও বিরাট কোহলি।  

দুপুর ২:৪০ হাফসেঞ্চুরির দোড়গোড়ায় এসে আউট হিটম্যান। ৪৭ রান করে আউট হলেন রোহিত। ভারতের স্কোর ৭১/১। টিম সাউদির বলে আউট হলেন ভারত অধিনায়ক। তবে তার আগেই অধিনায়ক হিসাবে ২ হাজার রানের গণ্ডি পেরিয়েছেন রোহিত। 

দুপুর ২:২০ বিশ্বকাপে ক্রিস গেইলের রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা। প্রথম ক্রিকেটার হিসাবে বিশ্বকাপে ৫০টি ছক্কা হাঁকালেন ভারত অধিনায়ক। এক বিশ্বকাপে সবচেয়ে বেশি ছয় মারার নজিরও গেল তাঁর দখলে। ৫ ওভারে ভারতের স্কোর ৪৭। 

দুপুর ২:১০ সেমিফাইনালের প্রথম ছক্কা। ট্রেন্ট বোল্টের বল মাঠের বাইরে উড়িয়ে দিলেন রোহিত শর্মা। 

দুপুর ২: ০৮  কিউয়ি বোলারদের বিরুদ্ধে আগ্রাসী ব্যাটিং ভারতের। দুই ওভারে ভারতের রান ১৮।

দুপুর ২:০৫: প্রথম ওভারেই মারমুখী মেজাজে রয়েছে রোহিত। ট্রেন্ট বোল্টকে মারলেন দুটি চার। ১ ওভারে ভারতের রান ১০। 

দুপুর ২টো: খেলা শুরু। বড় রান করার লক্ষ্য নিয়ে ক্রিজে নেমে পড়লেন রোহিত শর্মা ও শুভমান গিল। 

দুপুর ১:৫০: দেখে নিন নিউজিল্যান্ডের একাদশ। ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ড্যারিল মিচেল, টম লাথাম (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, টিম সাউদি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।

দুপুর ১:৪০:  দেখে নিন ভারতের প্রথম একাদশ। রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), সূর্য কুমার যাদব, রবীন্দ্র জাদেজা, জশপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব। 

 

দুপুর ১:৩০: টসের জন্য মাঠে নেমে পড়লেন দুই অধিনায়ক রোহিত শর্মা ও কেন উইলিয়ামসন। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন রোহিত। দলে কোনও বদল নেই। নেদারল্যান্ডস ম্যাচের দল মাঠে নামালেন রোহিত। 

দুপুর ১:২৫: শেষ চারে কেমন দল গড়বে ভারত?

মেগা শেষ চারের ম্যাচে ভারতের প্রথম একাদশ কী হতে পারে? তবে শেষ কিছু ম্যাচ উইনিং কম্বিনেশন ভাঙেননি রোহিত শর্মা। গ্রুপের শেষ ম্যাচ নেদারল্যান্ডসের বিরুদ্ধে নিয়মরক্ষার হলেও সেরা একাদশই খেলেছে ভারতের।

দুপুর ১:২০: লিগ পর্বে দুই দলের ফল

ভারত লিগ পর্বে ৯ ম্যাচ খেলে ৯টিতেই জিতেছে। সব ম্যাচ জিতে এক নম্বর দল হিসাবে তারা সেমিফাইনালে খেলছে। সেখান নিউজিল্যান্ড ৯ ম্যাচের মধ্যে ৫টিতে জিতেছে, চার ম্যাচ হেরেছে। পয়েন্ট টেবলের চারে শেষ করে কেন উইলিয়ামসনের দল রোহিতদের মুখোমুখি।

দুপুর ১:১০: ১২ বছর আগের স্মৃতি ফেরাতে মরিয়া রোহিতরা

২০১১ সালে ওয়াংখেড়েতে বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সেবার বিশ্বকাপ হয়েছিল ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা মিলিয়ে। তবে ২০১১ সালের পর থেকে ভারত বিশ্বকাপের সেমিতে উঠলেও, ফাইনালেই উঠতে পারেনি। ১২ বছর পর ভারতে অনুষ্ঠিত ওডিআই বিশ্বকাপে রোহিত শর্মা ব্রিগেড দুরন্ত ছন্দে রয়েছে। তাদের ঘিরে ফের স্বপ্ন দেখছে ভারতের কোটি কোটি মানুষ। আর সেই স্বপ্ন পূরণের খুব কাছাকাছি টিম ইন্ডিয়া।

দুপুর ১টা: চার বছর আগের স্মৃতি ফিরবে না তো?

ভারত এবারের বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার পর থেকেই ঘুরেফিরে একটাই প্রসঙ্গ নিয়ে বারবার আলোচনা হচ্ছ। আর সেটা হল ২০১৯ সালের বিশ্বকাপের সেমিফাইনাল। সেই বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ১৮ রানে হেরে ভারতের স্বপ্নভঙ্গ হয়েছিল। তার পর চার বছর পার হয়ে গিয়েছে। এবার রোহিত শর্মার দল জয়ের মুখ দেখে বিশ্বকাপের ফাইনাল খেলতে মরিয়া। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement