shono
Advertisement
India vs Vietnam

এখনও প্রথম জয় অধরা, ভিয়েতনাম ম্যাচের হার থেকে ইতিবাচক দিক খুঁজছেন মানোলো

নতুনভাবে ভারতীয় দলকে গড়ে তুলতে মানোলোর তরুণ ব্রিগেডের অন্যতম ভরসা হয়ে উঠতে পারেন ফারুকই।
Published By: Arpan DasPosted: 02:12 PM Oct 14, 2024Updated: 04:20 PM Oct 14, 2024

স্টাফ রিপোর্টার : চেয়েছিলেন তাঁর জামানায় প্রথম জয় আসুক ভিয়েতনামের বিরুদ্ধেই। কিন্তু মানোলো মার্কুইজের সেই আশা পূরণ হয়নি। ফিফা ক্রমতালিকায় ভারতের থেকে বেশ কয়েকধাপ এগিয়ে থাকা ভিয়েতনামের বিরুদ্ধে(India vs Vietnam) পিছিয়ে থেকে ড্র করতে হয়েছে ভারতকে। তবে এই ম্যাচ থেকেও ইতিবাচক দিক খুঁজছেন ভারতের কোচ মানোলো মার্কেজ(Manolo Marquez)। প্রথমত ফারুখ চৌধুরির প্রত্যাবর্তন। দ্বিতীয়ত, শেষ পর্যন্ত লড়াই করার মানসিকতা।
শনিবার ম্যাচ ড্রয়ের পর মানোলো বলছিলেন, "প্রথমার্ধে পুরোটাই আধিপত্য ছিল ভিয়েতনামের। বিরতিতে নিজেদের মধ্যে যখন আলোচনায় করছিলাম তখন ছেলেদের বারবার বলছিলাম আমাদের মধ্যে যথেষ্ট প্রতিভা রয়েছে। তা প্রমাণ করে দেখাও। শেষ পর্যন্ত ওরা পরিবর্তিত পরিকল্পনা অনুযায়ী ঠিকভাবে খেলতে পেরেছে।” ফারুখ চৌধুরি বেশ কয়েক বছর পর ফিরলেন জাতীয় দলে। ফিরেই গোল পেয়ে উচ্ছ্বসিত চেন্নাইয়িন এফসির ফুটবলারটি। বলছিলেন, “বেশ কয়েক বছর আমি জাতীয় দলের সঙ্গে ছিলাম না। ফিরেই গোল পেয়ে ভালো লাগছে, এটাই তো এত দিন ধরে চাইতাম। জাতীয় দলে যখন সুযোগ পাইনি তখন ক্লাবের হয়ে নিজেকে উজার করে দিয়েছি। জানতাম একদিন না একদিন এই ডাক আসবেই। তখন সেই সুযোগটাকে কাজে লাগাতে হবে। তাই ব্যক্তিগতভাবে এই গোল করার তৃপ্তিটা বলে বোঝাতে পারব না।” সতীর্থদের প্রশংসা করে ফারুখ আরও বলেন, “দলগতভাবে আমরা ভালো খেলেছি। বিশেষ করে গুরপ্রীত আর আনোয়ার দারুণভাবে নিজেদের মেলে ধরেছে। ওরা রক্ষণকে নির্ভরতা দিতে পেরেছে বলেই আমরা গোল করতে পেরেছি।” ফারুখ যখন সতীর্থদের প্রশংসা করছেন, তখন তাঁর প্রশংসায় পঞ্চমুখ মানোলো মার্কুইজ। তিনি আরও বলছিলেন, “ফারুখ ভালো খেলেছে। সবথেকে বড় কথা ও বুঝতে পেরেছে দল ওর কাছ থেকে কী চায়। আগে থেকেই পরিকল্পনা ছিল ৭০ মিনিটের পর ওকে তুলে নেব।” সুনীল ছেত্রী অবসরের পর থেকে পরবর্তী সুনীল কে হবেন তা নিয়ে জাতীয় দলের আক্রমণভাগের ফুটবলারদের নিয়ে খুব চর্চা হচ্ছে। তবে মানোলো কোচ হওয়ার পর জাতীয় দলের হয়ে প্রথম গোলটি করলেন ফারুখ চৌধুরিই, যিনি গত তিন বছর জাতীয় দলেই ছিলেন না। ভাগ্য সহায় থাকলে শনিবার আরও একটি গোল পেতে পারতেন তিনি। মানোলো তাঁর উপর আস্থা রাখছেন। নতুনভাবে ভারতীয় দলকে গড়ে তুলতে মার্কুইজের তরুণ ব্রিগেডের অন‌্যতম ভরসা হয়ে উঠতে পারেন ফারুখই। সেভাবেই ভারতীয় কোচ তাঁকে উদ্দীপ্ত করছেন।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চেয়েছিলেন তাঁর জামানায় প্রথম জয় আসুক ভিয়েতনামের বিরুদ্ধেই।
  • কিন্তু মানোলো মার্কুইজের সেই আশা পূরণ হয়নি।
  • ফিফা ক্রমতালিকায় ভারতের থেকে বেশ কয়েকধাপ এগিয়ে থাকা ভিয়েতনামের বিরুদ্ধে পিছিয়ে থেকে ড্র করতে হয়েছে ভারতকে।
Advertisement