shono
Advertisement

ঘোষিত ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পূর্ণাঙ্গ সূচি, কোন ৫ তারকার অভিষেক হতে পারে?

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে দু'টি টেস্ট, তিনটি ওয়ানডে এবং পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া।
Posted: 07:36 PM Jun 13, 2023Updated: 07:36 PM Jun 13, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দিনই ২০২৩-২০২৫ পর্বের ভারতের টেস্ট সূচি ঘোষণা করেছিল আইসিসি। তখনই জানা গিয়েছিল, জুলাই মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ দিয়েই আগামী টেস্ট চ্যাম্পিয়নশিপের অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। আর এবার ক্যারিবিয়ান বোর্ডের তরফে প্রকাশ করা হল ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পূর্ণাঙ্গ সূচি।

Advertisement

জুলাই ও আগস্ট মাসে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে মোট দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া (Team India)। যেখানে টেস্ট ও ওয়ানডে-তে রোহিত শর্মার নেতৃত্ব দেওয়ার কথা থাকলেও টি-টোয়েন্টির ক্যাপ্টেন হবেন হার্দিক পাণ্ডিয়া। ১২ জুলাই ডমিনিকায় প্রথম টেস্ট দিয়ে শুরু হবে ভারতের অভিযান। ২০ জুলাই দ্বিতীয় টেস্ট। ক্যুইন্স পার্ক ওভালে সেই ১০০ তম টেস্ট ঘিরে আলাদা সেলিব্রেশনের পরিকল্পনাও রয়েছে ক্যারিবিয়ান বোর্ডের।

[আরও পড়ুন: অ্যাডাল্ট কমেডি ‘গন্দি বাত’-এর পোস্টারে লক্ষ্মীকে অপমান! ক্ষোভের মুখে একতা কাপুর]

তিনটি ওয়ানডে হবে যথাক্রমে ২৭ ও ২৯ জুলাই এবং ১ আগস্ট। তিনটি ম্যাচই ভারতীয় সময় সন্ধে ৭টায় শুরু। এরপর ৩ আগস্ট থেকে শুরু টি-টোয়েন্টি। ৩, ৬, ৮, ১২ ও ১৩ আগস্ট যথাক্রমে ত্রিনিদাদ, গুয়ানা (২) ও ফ্লোরিডায় (২) হবে কুড়ি-বিশের লড়াই। এই ম্যাচগুলি শুরু ভারতীয় সময় সন্ধে ৮টায়।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাস্ত রোহিত শর্মার টিম ইন্ডিয়া। তাই ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টেস্ট সিরিজে রোহিতের পারফরম্যান্সের দিকে নজর থাকবে। সেই সঙ্গে টি-টোয়েন্টিতে কোন তরুণ ক্রিকেটাররা সুযোগ পান, সেদিকেও তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা। এই তালিকায় ইতিমধ্যেই উঠে এসেছে পাঁচটি নাম। আইপিএলে দুরন্ত ফর্মে থাকা যশস্বী জসওয়াল, বাংলার পেসার মুকেশ শর্মা, কেকেআরের পোস্টার বয় হয়ে ওঠা রিঙ্কু সিং, পাঞ্জাব কিংসের উইকেটকিপার জীতেশ শর্মা এবং ঘরোয়া ক্রিকেটে ভাল ছন্দে থাকা সরফরাজ খান।

[আরও পড়ুন: ভোট নাকি যুদ্ধ? তীর-ধনুক ও লালঝান্ডা হাতে মনোনয়ন জমা দিতে হাজির সিপিএম প্রার্থীরা!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement