shono
Advertisement

‘কী হল, দৌড়চ্ছিস না কেন?’, দ্বিতীয় ম্যাচেই তারকাকে ‘ধমক’অধিনায়ক রোহিতের

দ্বিতীয় ম্যাচে কেন ওপেন করলেন পন্থ? মুখ খুললেন ভারত অধিনায়ক।
Posted: 12:21 PM Feb 10, 2022Updated: 12:21 PM Feb 10, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি ওয়ানডে দলের নিয়মিত অধিনায়ক হয়েছেন সবে দু’ম্যাচ হল। কিন্তু এই দু’ম্যাচেই নিজের জাত চিনিয়ে দিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। বুঝিয়ে দিয়েছেন, কেন তাঁকে সাদাবলের ক্রিকেটের সেরা অধিনায়কদের মধ্যে ধরা হয়। সেই সঙ্গে টিম ইন্ডিয়ার নয়া অধিনায়ক দলের তারকাদের উদ্দেশে একটা বার্তাও স্পষ্ট করে দিয়েছেন। বুঝিয়ে দিয়েছেন, তাঁর দলে গাছাড়া মনোভাবের কোনও জায়গা নেই। ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে রোহিত যেভাবে চাহালকে একপ্রকার ধমক দিলেন, তাতে অন্তত তেমনই ইঙ্গিত মিলছে।

Advertisement

একটু খোলসা করে বলা যাক। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিবিয়ানদের ইনিংসের ৪৫ তম ওভারে রোহিত চাহালকে (Yuzbendra Chahal) ফিল্ডিংয়ে স্থান পরিবর্তন করার নির্দেশ দেন। চাহাল হয়তো একটু ধীর গতিতে জায়গা বদলাচ্ছিলেন। তখনই বিরক্ত রোহিতকে বলতে শোনা যায়, “কী হল তোর? দৌড়চ্ছিস না কেন? যা, ও দিকে যা।” আসলে সেসময় ম্যাচ বেশ কঠিন পরিস্থিতিতে ছিল। ওডিন স্মিথ ভারতীয় বোলারদের বিরুদ্ধে ভালই খেলছিলেন। আগের ওভারেই মহম্মদ সিরাজের বলে ১১ রান এসেছিল। তাই রোহিত ফিল্ডিংয়ে কোনওরকম গাফিলতি চাইছিলেন না।

[আরও পড়ুন: অধিনায়ক রোহিতের জয়যাত্রা অব্যাহত, এক ম্যাচ বাকি থাকতেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ভারতের পকেটে]

খেলা চলাকালীন চাহালকে ধমক দিলেও খেলার পরে গোটা দলের প্রশংসা করেন রোহিত। ভারত অধিনায়কের মুখে বিশেষ প্রশংসা শোনা যায় পেসার প্রসিদ্ধ কৃষ্ণর (Prasidh Krishna)। টিম ইন্ডিয়ার অধিনায়ক বলেন,”ভারতের মাটিতে সাম্প্রতিক অতীতে এত ভাল বোলিং পারফরম্যান্স তিনি দেখেননি।” আসলে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে মাত্র ১২ রান দিয়ে ৪ উইকেট নেন প্রসিদ্ধ। তাঁর পাশাপাশি অবশ্য শার্দূল ঠাকুর, লোকেশ রাহুল, সূর্কুমারদের প্রশংসাও শোনা গিয়েছে অধিনায়কের গলায়।

[আরও পড়ুন: অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়ীদের সামনে নাজেহাল রোহিতের ভারত, ফের ব্যর্থ কোহলি]

দ্বিতীয় ম্যাচ কেন ওপেন করলেন পন্থ? সে ব্যাখ্যাও দিয়েছেন অধিনায়ক। রোহিত বলছেন,”আমরা নতুন একটা পরীক্ষা করতে চাইছিলাম। আমাকে বলা হয়েছে পরীক্ষানিরীক্ষা করতে। সেজন্য যদি একটা দুটো ম্যাচ হারতে হয়, তাতেও আমরা নতুন কিছু করতে পিছপা হব না।” অধিনায়ক রোহিত জানিয়ে দিয়েছেন, আগামী ম্যাচে দলে ফিরবেন ধাওয়ান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement