shono
Advertisement

Breaking News

জিম্বাবোয়েকে হারিয়ে টি-টোয়েন্টিতে প্রথম ১০ উইকেটে জয় ভারতের

জিম্বাবোয়ের বিরুদ্ধে ১০ উইকেটে জয় হাসিল করল ভারত৷ টি-টোয়েন্টিতে এটাই ভারতের প্রথম ১০ উইকেটে জয়৷ The post জিম্বাবোয়েকে হারিয়ে টি-টোয়েন্টিতে প্রথম ১০ উইকেটে জয় ভারতের appeared first on Sangbad Pratidin.
Posted: 02:32 AM Jun 21, 2016Updated: 09:12 PM Jun 20, 2016

জিম্বাবোয়ে- ২০ ওভারে ৯৯/৯

Advertisement

ভারত- ১৩.১ওভারে ১০৩/০

মনদীপ সিং- ৫২ (৪০ বল), বারিন্দর স্রান ৪ ওভারে ১০/৪ 

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজের প্রথমটিতেই হোঁচট খেয়েছিল ভারত৷ বিশ্বের সেরা ফিনিশার তথা ভারত অধিনায়ক ধোনি ক্রিজে থেকেও দেশকে জয় এনে দিতে পারেননি৷ দ্বিতীয় ম্যাচে তা যেন সুদে আসলে উসুল করলেন৷ জিম্বাবোয়ের বিরুদ্ধে ১০ উইকেটে জয় হাসিল করল ভারত৷ টি-টোয়েন্টিতে এটাই ভারতের প্রথম ১০ উইকেটে জয়৷

এদিন অভিষেকে বল হাতে আগুন ঝরালেন বারিন্দর স্রান৷ চার ওভার হাত ঘুরিয়ে ১০ রান দিয়ে তুলে নেন চারটে উইকেট৷ যোগ্য সঙ্গত দেন বুমরাহ৷ তাঁর ঝুলিতে আসে আরও তিনটি উইকেট৷ জিম্বাবোয়ের ব্যাটসমানরা এদিন ক্রিজে তাঁদের দখল নিতেই পারেননি এই তরুণ বোলারদের দাপটে৷  নির্ধারিত ২০ ওভারে তাঁদের সংগ্রহ ছিল মাত্র ৯৯৷ জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চালিয়ে খেলতে শুরু করেন ভারতের দুই ওপেনার লোকেশ রাহুল ও মণদীপ সিং৷ ৪০ বলে মণদীপের সংগ্রহ ৫২৷ লোকেশ করেন ৪২৷ তাঁদের দাপুটে ব্যাটিংয়েই কোনও উইকেট না হারিয়ে ১৩.১ ওভারেই লক্ষ্য ছুঁয়ে পেলে ভারত৷ সেই সঙ্গে প্রথমবার টি টোয়েন্টিতে দশ উইকেটে জয়ও হাসিল করে নেয়৷ সেই সঙ্গে চলতি সিরিজে সমতায় ফিরল ভারত ৷

The post জিম্বাবোয়েকে হারিয়ে টি-টোয়েন্টিতে প্রথম ১০ উইকেটে জয় ভারতের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement