shono
Advertisement
ICC T20 World Cup

ব্যাটে-বলে দাপট রোহিত বাহিনীর, প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে হেলায় হারাল ভারত

৬o রানে জয় ভারতের।
Published By: Kishore GhoshPosted: 11:41 PM Jun 01, 2024Updated: 12:12 AM Jun 02, 2024

ভারত: ১৮২/৫ (পন্ত ৫৩, সূর্য ৩১, হার্দিক ৪০)
বাংলাদেশ: ১২২/৮ (মহমদুল্লা ৪০, শাকিব ২৮)
৬০ রানে জয় ভারতের।

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে (ICC T-20 World Cup) ভারতের প্রথম ম্যাচ ৫ জুন। তার আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে হেলায় হারাল ভারত। ব্যাটে-বলে দাপট দেখিয়ে ৬২ রানে জয় ছিনিয়ে নিল রোহিত-বাহিনী।

শনিবারের ওয়ার্ম আপ ম্যাচে বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়া হয়। এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। বাংলাদেশের বিরুদ্ধে গা ঘামানোর ম্যাচে পরিবেশ ও পিচ সম্পর্কে ধারণা তৈরি করে নেওয়াই ভারতের আসল উদ্দেশ্য ছিল। যদিও সেই ম্যাচেও রান পেলেন দলের গুরুত্বপূর্ণ ব্যাটাররা। বিশেষত ঋষভ পন্ত (৫৩), সূর্য কুমার যাদব (৩১) এবং হার্দিক হার্দিয়া পাণ্ডিয়া (৪০) ভালো করলেন। যদিও অধিনায়ক রোহিত শর্মা ঝকঝকে শুরু করেও দ্রুত ফিরে যান (২৩)। বাংলাদেশের হয়ে মেহদি হাসান, শরিফুল ইসলাম মহমদুল্লা একটি করে উইকেট পেলেও কাবু করতে পারেননি ভারতীয় দলের ব্যাটারদের।

 

[আরও পড়ুন: ‘নতুন মরশুমের দল দেখে গর্বিত হবেন সমর্থকরা’, আশ্বাস ‘প্রফেসর’ কুয়াদ্রাতের]

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা লাগে বাংলাদেশ শিবিরে। প্রথম ওভারে আউট হন সৌম্য সরকার। এর পর দ্রুত লিটন দাস এবং নাজিমুল হাসান শান্তও বাইশ গজে থিতু হতে পারেননি। তার মধ্যে কিছুটা লড়াই করেন মহমদুল্লা (৪০) এবং অভিজ্ঞ ঘোড়া শাকিব আল হাসান (২৮)। শেষ পর্যন্ত ২০ ওভার ব্যাট করে ১২২ রান তুলতে সক্ষম হয় বঙ্গ ব্রিগেড।

নীল জার্সির হয়ে দুরন্ত বল করলেন পঞ্জাব তনয় অর্শদ্বীপ সিং। ৩ ওভার বল করে ১২ রানে ২ উইকেট নিলেন তিনি। এছাড়াও শিবম দুবে ৩ ওভার বল করে ১৩ রানের বিনিময়ে ২ উইকেট নেন। আর্শদ্বীপ আর দুবেকে ভালো সঙ্গত করলেন জশপ্রিত বুমরা (২-১২-১), মহম্মদ সিরাজ (৩-১৭-১), হার্দিক (৩-৩০-১) এবং অক্ষর প্যাটেল (২-১০-১)। সব মিলিয়ে একমাত্র প্রস্তুতি ম্যাচে সহজে জয় আত্মবিশ্বাস বাড়িয়ে দিল রোহিত বাহিনীর।

 

[আরও পড়ুন: ‘যখন গ্যালারিতে রোহিত আর বিরাটের স্ত্রীদের দেখি…’ হঠাৎ কেন সৌরভের মুখে ঋতিকা-অনুষ্কার কথা?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শনিবারের ওয়ার্ম আপ ম্যাচে বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়া হয়েছে।
  • জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা লাগে বাংলাদেশ শিবিরে।
Advertisement