সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে টি-২০ বিশ্বকাপের অভিযান শুরু করল ভারত। বুধবার নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে দিল মেন ইন ব্লু। বোলাররাই জয়ের ভিত তৈরি করে দিয়েছিলেন। তবে অল্প রান তাড়া করতে গিয়েও বেশ পরীক্ষার মুখে পড়তে হল রোহিতদের ব্যাটিং লাইন আপকে।
নাসাউ স্টেডিয়ামের পিচ, আউটফিল্ড নিয়ে বিশ্বকাপের (ICC T20 World Cup 2024) শুরু থেকেই বারবার প্রশ্ন উঠেছে। বুধবারের ম্যাচেও সেই মন্থর পিচেই দুই দল খেলতে নামে। রান তুলতে হিমশিম খায় দুই দলের ব্যাটাররাই। শেষ পর্যন্ত ভারত জিতলেও মাঠের পরিস্থিতি নিয়ে প্রশ্ন থেকেই যাবে।
[আরও পড়ুন: ‘ইয়ে দিল মাঙ্গে মোর’, সুনীলের শেষ ম্যাচের আগে আবেগে ভাসলেন বাবা]
এদিন টস জিতে ব্যাটিং নেন রোহিত শর্মা। চলতি বিশ্বকাপের একাধিক ম্যাচ কার্যত ফাঁকা স্টেডিয়ামে খেলা হলেও এদিন ভারতের ম্যাচ দেখতে ভিড় জমিয়েছিলেন নিউ ইয়র্কবাসী। তাঁদের অধিকাংশেরই সমর্থন ছিল ভারতের দিকে। তবে একপেশে ম্যাচই উপহার পেলেন তাঁরা। বল করতে নেমে প্রথম থেকেই রানের গতিতে একেবার লাগাম পরিয়ে রেখেছিলেন অর্শদীপ সিং-হার্দিক পাণ্ডিয়ারা। মাত্র ১৬ ওভারেই গুটিয়ে যায় আয়ারল্যান্ডের ইনিংস। একশোও পেরতে পারেননি পল স্টার্লিংরা। ৯৬ রানে আত্মসমর্পণ করেন ভারতের বোলিংয়ের কাছে।
এদিন তিন উইকেট তুলে নেন হার্দিক পাণ্ডিয়া। দুটি করে উইকেট পেয়েছেন বুমরাহ-অর্শদীপরাও। মাত্র ৯৭ রানের টার্গেট থাকলেও সমস্যায় পড়ে ভারত। আইপিএলে দুরন্ত ফর্মে থাকা বিরাট মাত্র ১ রান করেই আউট হয়ে যান। তবে রোহিত শর্মার হাফসেঞ্চুরিই দলকে জিতিয়ে দেয়। সঙ্গে ছিল কামব্যাক করা পন্থের ৩৬ রান। ১৩ ওভারেই ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া।