আফগানিস্তান: ১৭২ (গুলবদিন ৫৭, অর্শদীপ ৩/৩২)
ভারত:১৭৩/ ৪ (যশস্বী ৬৮, শিবম ৬৩, করিম ২/১৩)
৬ উইকেটে জয়ী ভারত।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের মহড়া। আফগানিস্তানের (India vs Afghanistan) বিরুদ্ধে টি-২০ সিরিজকে এভাবেই দেখেছিল ভারত। সেই মহড়ায় ভালোভাবে উতরে গেল মেন ইন ব্লু। টানা দুই ম্যাচে দাপুটে পারফরম্যান্স করে সিরিজ ছিনিয়ে নিল রোহিত ব্রিগেড। আগামী জুন মাসে মেগা টুর্নামেন্টে কেমন খেলতে পারে ভারত, তার আভাসও পেলেন ক্রিকেটপ্রেমীরা। রবিবার ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্স করে আফগানিস্তানকে একেবারে গুঁড়িয়ে দিলেন অর্শদীপ সিং-যশস্বী জয়সওয়ালরা।
রবিবার দলে ফিরেছিলেন বিরাট কোহলি। ১৪ মাস পরে ফের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নামলেন তিনি। এছাড়াও চোট সারিয়ে দলে ফেরেন যশস্বী জয়সওয়াল। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক রোহিত শর্মা। অধিনায়কের সিদ্ধান্ত একেবারে অব্যর্থ প্রমাণ করে দেন বোলাররা। তিন উইকেট যায় অর্শদীপ সিংয়ের ঝুলিতে। দুটো করে উইকেট পান রবি বিষ্ণোই ও অক্ষর প্যাটেল। সব মিলিয়ে মাত্র ১৭২ রানে গুটিয়ে যায় আফগান ইনিংস। ৫৭ রান করে একা লড়াই করেন গুলবদিন নাইব।
[আরও পড়ুন: ডার্বির আগে দুরন্ত ছন্দে ইস্টবেঙ্গল, দাপটের সঙ্গে শ্রীনিধি ডেকানকে হারালেন ক্লেটনরা]
ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা ভারতীয় শিবিরে। এদিন নজির গড়ে খেলতে নামা রোহিত শর্মা বিশ্রীভাবে আউট হলেন তাঁর প্রথম বলেই। ১৪ মাস পরে খেলতে নেমে ২৯ রানের ইনিংস এল বিরাটের ব্যাট থেকেও। তবে ভারতীয় ইনিংসকে টানলেন যশস্বী জয়সওয়াল ও শিবম দুবে। দুজনের হাফসেঞ্চুরিতে ভর করেই জয়ের রান তুলে ফেলল ভারত। চোট সমস্যায় ভুগতে থাকা হার্দিক পাণ্ডিয়ার বিকল্প হিসাবে তাঁর নাম অবশ্যই ভাবা যেতে পারে, এই সিরিজের দুই ম্যাচে তা বুঝিয়ে দিলেন শিবম। আগামী বুধবার নিয়মরক্ষার ম্যাচে নামবে টিম ইন্ডিয়া। বিশ্বকাপের আগে শেষ টি-২০। সেখানেও আফগানদের দুরমুশ করে মনোবল বাড়িয়ে রাখতে চাইবে রোহিত ব্রিগেড।