সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওভার যত কমে আসে, দুই দলের মধ্যে পার্থক্য ততটাই কমে আসে। সিলেটে বৃষ্টির জন্য ওভার সংখ্যা কমে যায়। ১৪ ওভারে ভারত করে ৬ উইকেটে ১২২ রান। বাংলাদেশ থামে ৬৮ রানে। ভারতের মেয়েরা ৫৬ রানে ম্যাচ জিতে নেয়। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতের মেয়েরা এগিয়ে গিয়েছে ৪-০-এ।
টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা। সিলেটে গতকাল রাত থেকেই বৃষ্টি হচ্ছে। একটু থামছে। আবার শুরু হচ্ছে। বৃষ্টির পর ভেজা মাঠের জন্য ১৫ মিনিট দেরিতে শুরু হয় ম্যাচ। তখন ২০ ওভারেরই ম্যাচ ছিল। ভারতের ইনিংসের ৫.৫ ওভার পর আবার বৃষ্টি নামে। খেলা দেড় ঘণ্টা বন্ধ থাকে। ম্যাচ নেমে আসে ১৪ ওভারে।
[আরও পড়ুন: অবশেষে প্রকাশ্যে টিম ইন্ডিয়ার বিশ্বকাপের জার্সি, অভিনব উন্মোচনে নীলের সঙ্গে মিশল কমলা]
ভারতের ইনিংসের শুরুটা ভালো হয়নি। শেফালি বর্মা মাত্র ২ রানে ফেরেন। স্মৃতি মান্ধানা ও হেমলতা উভয়েই ২২ রান করেন। ভারতের রান যখন ৬০, তখন তৃতীয় উইকেটটি হারায়। ভারতের মহিলা ব্যাটারদের মধ্যে হরমনপ্রীত কউর সর্বোচ্চ ৩৯ রান করেন। হরমনপ্রীত রান আউট হন। রিচা ঘোষ ১৫ বলে ২৪ রান করেন।
ভারতের রান তাড়া করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। তাদের ইনিংসে সর্বোচ্চ রান করেন ওপেনার দিলারা আখতার (২১)। বাকিরা কেউই সেভাবে রান পাননি। দুই অঙ্কের রান পেয়েছেন কেবল তিন ব্যাটার। বাংলাদেশ থেমে যায় ৬৮ রানে। ভারতীয় বোলারদের মধ্যে দীপ্তি শর্মা ২টি, আশা শোভানা ২টি করে উইকেট নেন। পূজা ও রাধা যাদব একটি করে উইকেট নেন।