shono
Advertisement

তাইল্যান্ডকে গুঁড়িয়ে দিয়ে কবাডি বিশ্বকাপের ফাইনালে ভারত

তাইল্যান্ডকে হারিয়ে ফাইনালে ইরানের মুখোমুখি হবে ভারত৷
Posted: 04:05 AM Oct 22, 2016Updated: 10:35 PM Oct 21, 2016

ভারত: ৭৩

Advertisement

তাইল্যান্ড: ২০

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রো কবাডির দৌলতে বর্তমানে এ দেশে কবাডির জনপ্রিয়তা আগের থেকে অনেকটাই বেড়েছে৷ তাই চলতি কবাডি বিশ্বকাপে ভারত কেমন খেলছে, সে বিষয়ে ক্রীড়াপ্রেমীদের আগ্রহ নেহাত কম নয়৷ আর তাই শুক্রবার ভারত এবং তাইল্যান্ডের কবাডি ম্যাচকে কেন্দ্র করেও দর্শকদের উত্তেজনা ছিল তুঙ্গে৷

শুক্রবারের কবাডি বিশ্বকাপের এই সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত এবং তাইল্যান্ড৷ এই ম্যাচেই তাইল্যান্ডকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল অনুপ কুমার অ্যান্ড কোম্পানি৷ এদিন ম্যাচে শুরু থেকেই খেলার রাশ ছিল ভারতের হাতে৷ আর তাই তারুণ্যের প্রাচুর্যে ভরা তাইল্যান্ড দল বহু চেষ্টা সত্ত্বেও ভারতের বিরুদ্ধে কড়া প্রতিরোধ গড়ে তুলতে পারেনি৷ এই পারফরম্যান্সে ভর করেই আহমেদাবাদে জয়ের মুখ দেখল ভারতীয় কবাডি দল৷

কবাডি বিশ্বকাপের শুরু থেকেই দুরন্ত ফর্মে রয়েছে ভারত৷ প্রথমে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ম্যাচটিতে মুখ থুবড়ে পড়লেও দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দারুণ কামব্যাক করেন সুরজিৎরা৷ তারপর বাংলাদেশ ও আর্জেন্টিনার বিরুদ্ধেও বড় ব্যবধানে জেতে দল৷ শেষ ম্যাচে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে টুর্নামেন্টের শেষ চারে পৌঁছয় ভারত৷

এদিন ম্যাচেও সেই জয়ের ধারাই অব্যাহত রাখল ভারতীয় কবাডি দল৷ তাইল্যান্ডকে হারিয়ে ফাইনালে ইরানের মুখোমুখি হবে ভারত৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement