সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছর মানেই নতুন ক্যালেন্ডার৷ আর নতুন ক্যালেন্ডার হাতে পেয়েই মানুষ প্রথমে যেদিকে নজর রাখে তা হল কবে কবে ছুটি পাওয়া যাচ্ছে৷ তবে এখন আরও একটা বিষয় অবশ্য সকলে খোঁজখবর রাখেন। কবে কবে ‘ড্রাই ডে’ (Dry Day), অর্থাৎ সুরাপ্রেমী মানুষ দেখে নিতে চান, কোন কোন দিন দেশজুড়ে মদের সব দোকান বন্ধ থাকবে৷ যাতে তার আগেই তা কিনে রাখা যায়।
দেশে সুরাপ্রিয় মানুষের যে কমতি নেই, তা চলতি বছরেই স্পষ্ট হয়ে গিয়েছে। করোনা সংক্রমণের শুরুতে দেশজুড়ে জারি হওয়া লকডাউনে বন্ধ ছিল সমস্ত মদের দোকান (Liquor Shop)। তখন যেমন রাজ্যগুলোর রাজস্ব হু হু করে নেমে গিয়েছে, তেমনই বাড়বাড়ন্ত বেড়েছিল চোরাই মদের কারবারীদের। আনলক পর্বে মদের দোকানগুলো পুনরায় খুলতেই প্রথম দিকে দেখা যেত প্রচুর লাইন। ভিড় সামলাতে অনেক জায়গায় পুলিশি প্রহরাও বসাতে হয়। কারণ, সংক্রমণের ভয় উপেক্ষা করেই প্রচুর সুরাপ্রেমী মদের দোকানগুলোতে ভিড় করছিলেন।
[আরও পড়ুন: কৃষক আন্দোলনের মঞ্চে হিন্দুদের অসম্মান, যুবরাজের বাবার গ্রেপ্তারির দাবিতে সরব নেটদুনিয়া]
মদের দোকান খোলার পর প্রত্যেকটি রাজ্যের আয়ও বাড়তে থাকে। অনেককেই চার–পাঁচটি বোতলও একসঙ্গে কিনতে দেখা যায়। এত মদের বোতল একসঙ্গে কেন কিনেছেন? যে কাউকে এই প্রশ্ন করলে উত্তর ছিল একটাই, ফের যদি লকডাউন হয়! বর্তমানে অবশ্য ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হচ্ছে। তবুও এহেন সুরাপ্রেমী মানুষরা যে নতুন ক্যালেন্ডারে আগে ড্রাই ডে খুঁজবেন সেটাই স্বাভাবিক। তবে রাজ্যবিশেষে এই ‘ড্রাই ডে’ আলাদা হলেও কিছু কিছু দিন দেশের সমস্ত মদের দোকানই বন্ধ থাকে।
দেখে নিন সেই তালিকা:
১। জানুয়ারি:
• ১৪ জানুয়ারি, বৃহস্পতিবার– মকর সংক্রান্তি
• ২৬ জানুয়ারি, মঙ্গলবার– প্রজাতন্ত্র দিবস
• ৩০ জানুয়ারি, শনিবার– শহিদ দিবস
২। ফেব্রুয়ারি:
• ১৯ ফেব্রুয়ারি, শুক্রবার– ছত্রপতি শিবাজী মহাবীর জয়ন্তী
• ২৭ ফেব্রুয়ারি, শনিবার– গুরু নানক জয়ন্তী
৩। মার্চ:
• ৮ মার্চ, সোমবার– স্বামী দয়ানন্দ সরস্বতী জয়ন্তী
• ১১ মার্চ, বৃহস্পতিবার– মহাশিবরাত্রি
• ২৯ মার্চ, সোমবার– হোলি
৪। এপ্রিল:
• ২ এপ্রিল, শুক্রবার– গুড ফ্রাইডে
• ১৪ এপ্রিল, বুধবার– আম্বেদকর জয়ন্তী
• ২১ এপ্রিল, বুধবার– রামনবমী
• ২৫ এপ্রিল, রবিবার– মহাবীর জয়ন্তী
৫। মে:
• ১২ মে এবং ১৩ মে, বুধবার ও বৃহস্পতিবার– ইদ উল–ফিতর
৬। জুন: এই মাসে কোনও ড্রাই ডে নেই
৭। জুলাই:
• ২৪ জুলাই, শনিবার– গুরু পূর্ণিমা (দিল্লি এবং মহারাষ্ট্র)
[আরও পড়ুন: অতিমারী মোকাবিলায় অবদানের স্বীকৃতি, এশিয়ার সেরা ছয়ে সেরাম কর্তা আদর পুনাওয়ালা]
৮। আগষ্ট:
• ১০ আগষ্ট, মঙ্গলবার–মহরম
• ১৫ আগস্ট, রবিবার– স্বাধীনতা দিবস
• ৩০ আগষ্ট, সোমবার– জন্মাষ্টমী
৯। সেপ্টেম্বর:
• ১০ সেপ্টেম্বর, শুক্রবার– গণেশ চতুর্থী
১০। অক্টোবর:
• ২ অক্টোবর, শনিবার– গান্ধী জয়ন্তী
• ১৫ অক্টোবর, শুক্রবার– দশেরা
• ১৮ অক্টোবর, সোমবার– ইদ–এ–মিলাদ
• ২০ অক্টোবর, বুধবার– মহর্ষি বাল্মীকি জয়ন্তী
১১। নভেম্বর:
• ৪ নভেম্বর, বৃহস্পতিবার: দিওয়ালি
• ১৪ নভেম্বর, রবিবার: কার্তিকী একাদশী
• ১৯ নভেম্বর, শুক্রবার: গুরু নানক জয়ন্তী
১২। ডিসেম্বর:
• ২৫ ডিসেম্বর, শনিবার– ক্রিসমাস।