shono
Advertisement

Breaking News

Yogi Adityanath

জননিরাপত্তায় কঠোর পদক্ষেপ যোগীর, অবৈধ মাদক চক্রের বিরুদ্ধে রাজ্যজুড়ে বড় অভিযান

২০২৫-২৬ অর্থবর্ষে ৭০ হাজারের বেশি মামলা, বাজেয়াপ্ত ১৮.৫ লক্ষ লিটার অবৈধ মদ।
Published By: Hemant MaithilPosted: 02:23 PM Dec 08, 2025Updated: 03:26 PM Dec 08, 2025

হেমন্ত মৈথিল, লখনউ: মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে উত্তরপ্রদেশ সরকার অবৈধ মাদক চক্রের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। রাজ্যে বেআইনি দুষ্কর্ম রুখতে যোগীর এই নজিরবিহীন পদক্ষেপ।

Advertisement

২০২৫-২৬ অর্থবর্ষে (অক্টোবর ২০২৫ পর্যন্ত) আবগারি দপ্তর অবৈধ মদ পাচারকারীদের বিরুদ্ধে ৭০,০১৭টি মামলা নথিভুক্ত করে। এই সময়ে ১৮.৫ লক্ষ লিটার বেআইনি মদ বাজেয়াপ্ত করা হয়। অবৈধ মদ ব্যবসার সঙ্গে জড়িত মোট ১৩,২৪৩ জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। জেলে পাঠানো হয়েছে ২,৪৬৪ জন অভিযুক্তকে। নভেম্বর মাসেও এই অভিযান চালানো হয়। ২.৩৫ লক্ষ লিটার বেআইনি মদ উদ্ধার করা হয়। মামলা দায়ের হয় ১০,০০২টি ।

২০২৫-২৬ সালে অক্টোবর পর্যন্ত পুলিশের তরফে মোট ৫টি বিশেষ অভিযান চালানো হয়। ১৭ নভেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত ষষ্ঠ দফার অভিযান চলছে। এই অভিযানগুলিতে ২০,৫৯০টি মামলা নথিভুক্ত হয়েছে। মদ বাজেয়াপ্ত হয়েছে ৫.২ লক্ষ লিটার। পাচারের কাজে ব্যবহৃত ২৩টি গাড়িও আটক করেছে পুলিশ।

আন্তঃরাজ্য পাচারকারী চক্রের বিরুদ্ধেও বড় সাফল্য মিলেছে পুলিশের। এপ্রিল থেকে অক্টোবর ২০২৫-এর মধ্যে সোনভদ্রায় ১৮,৪৯১ লিটার, মথুরায় ৯,৯১৩ লিটার এবং লখনউতে ৭,২৪৭ লিটার মদ বাজেয়াপ্ত করা হয়েছে। একক অভিযানে সবচেয়ে বেশি উদ্ধার হয়েছে রামপুর (৬২,৯৫০ লিটার), বরেলি (৫৯,৪৫১ লিটার) এবং লখিমপুর খেরিতে (৫৫,৬৯৭ লিটার)। এই কঠোর এবং সমন্বিত পদক্ষেপগুলি রাজ্যে অবৈধ মদের ব্যবসা ভেঙে দিয়েছে। মাফিয়া চক্রের ওপর বড়সড় আঘাত হেনেছে যোগী সরকার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২০২৫-২৬ অর্থবর্ষে আবগারি দপ্তর অবৈধ মদ পাচারকারীদের বিরুদ্ধে ৭০,০১৭টি মামলা নথিভুক্ত করেছে।
  • ২০২৫-২৬ সালে অক্টোবর পর্যন্ত পুলিশের তরফে মোট ৫টি বিশেষ অভিযান চালানো হয়।
  • পাচারের কাজে ব্যবহৃত ২৩টি গাড়িও আটক করেছে পুলিশ।
Advertisement