shono
Advertisement
Sudip Roy Barman

'ভোটার তালিকায় গোলমাল হলে প্রকাশ্যে মার', BLO-দের হুমকি কং-বিধায়ক সুদীপ রায়বর্মনের

'বিজেপির চাপে ভুয়ো নাম ঢোকালে ছেড়ে কথা বলব না', হুঁশিয়ারি সুদীপের।
Published By: Amit Kumar DasPosted: 01:37 PM Dec 08, 2025Updated: 01:37 PM Dec 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এসআইআর আবহে বিএলও-দের হুমকি দিয়ে বিতর্কে ত্রিপুরার কংগ্রেস বিধায়ক সুদীপ রায়বর্মন! কড়া সুরে জানালেন, ভোটার তালিকায় কোনওরকম গোলমাল হলে প্রকাশ্যে মারধর করা হবে বিএলও-দের। কোনও বৈধ ভোটারের নাম বাদ কিংবা শাসকদলের চাপে ভুয়ো নাম ঢোকানোর চেষ্টা হলে ছেড়ে কথা বলা হবে না বিএলওদের।

Advertisement

রবিবার ত্রিপুরার আগরতলায় কংগ্রেসের বুথ স্তরের এজেন্টদের জন্য বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন হয়েছিল। সেখানে উপস্থিত ছলেন সুদীপ রায়বর্মন। এই প্রশিক্ষণ কেন্দ্রেই স্বচ্ছ ও ত্রুটিমুক্ত ভোটার তালিকার পক্ষে সরব হন কংগ্রেস বিধায়ক। তিনি বলেন, বিহার, হরিয়ানা কিংবা মহারাষ্ট্রের মতো কারচুপি ত্রিপুরায় হতে দেব না। তাঁর কথায়, "মৃত বা বিদেশি নাগরিকদের নাম যদি ভোটার তালিকা থেকে বাদ পড়ে তাতে কংগ্রেসের আপত্তি নেই। কিন্তু যদি অনৈতিকভাবে ভুয়ো ভোটারের নাম তালিকায় যুক্ত করার চেষ্টা হয় তবে তা কোনওভাবেই বরদাস্ত করব না।" কড়া হুঁশিয়ারি দিয়ে এরপরই তিনি বলেন, "ত্রিপুরা একটি ছোট রাজ্য। এখানে সবাই সবাইকে চেনেন। ফলে ক্ষমতাসীন দলের চাপে যদি বিএলও কারও নাম বাদ দেয় কিংবা কোনও ভুয়ো নাম ভোটার তালিকায় যুক্ত করেন তবে। তবে প্রকাশ্যে মারধর করা হবে বিএলওকে।"

পাশাপাশি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সুদীপ বলেন, "রাজ্যে ক্ষমতায় থাকা বিজেপি প্রশিক্ষণ কর্মসূচি বন্ধ করতে চেয়েছিল। এই কর্মসূচির জন্য ডেকোরেটরদের লাউডস্পিকার, চেয়ার সরবরাহ এবং মঞ্চ তৈরি করতে বাধা দেওয়া হয়। সমস্ত রকম বাধা সত্ত্বেও, আমরা খোলা আকাশের নীচে বিএলও এবং বুথ সভাপতিদের প্রশিক্ষণ শুরু করতে পেরেছি," মুখ্যমন্ত্রী মানিক সাহাকে তোপ দেগে সুদীপ বলেন, "আমি আশা করি সুশাসনের নেতা এই বিষয়ে দৃঢ় পদক্ষেপ নেবেন যাতে আমরা রাজনৈতিক কর্মসূচির ন্যায্য সুযোগ পেতে পারি।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এসআইআর আবহে বিএলও-দের হুমকি দিয়ে বিতর্কে ত্রিপুরার কংগ্রেস বিধায়ক সুদীপ রায়বর্মন!
  • কড়া সুরে জানালেন, ভোটার তালিকায় কোনওরকম গোলমাল হলে প্রকাশ্যে মারধর করা হবে বিএলও-দের।
  • কোনও বৈধ ভোটারের নাম বাদ কিংবা শাসকদলের চাপে ভুয়ো নাম ঢোকানোর চেষ্টা হলে ছেড়ে কথা বলা হবে না বিএলওদের।
Advertisement