shono
Advertisement
Tamil Nadu

রাজ্যপালের স্বাক্ষর ছাড়াই আইনে পরিণত ১০ বিল! সুপ্রিম রায়ে নজির তামিলনাড়ুতে

গত মঙ্গলবার সুপ্রিম কোর্টের তোপের মুখে পড়েন তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবি।
Published By: Kishore GhoshPosted: 03:34 PM Apr 12, 2025Updated: 03:39 PM Apr 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিধানসভায় পাশ হয়ে যাওয়া ১০টি বিল রাজভবনে আটকে রাখায় সুপ্রিম কোর্টের তোপের মুখে পড়েছিলেন তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবি। এবার সেই বিলগুলি রাজ্যপালের অনুমোদন তথা স্বাক্ষর ছাড়াই আইনে পরিণত হল! তামিলনাড়ুতে চলতে থাকা রাজ্য ও রাজ্যপাল সংঘাতের মধ্যে নজিরবিহীন ঘটনা।

Advertisement

কোনও বিলকে আইনে পরিণত করার জন্য বিধানসভা কিংবা লোকসভায় পাশ হওয়ার পর রাষ্ট্রপতি অথবা রাজ্যপালের অনুমোদন তথা স্বাক্ষরের প্রয়োজন হয়। ব্যতিক্রমী ভাবে সেই স্বাক্ষর ছাড়াই তামিলনাড়ু সরকারের ১০টি বিল আইনি পরিণত হল শনিবার। শীর্ষ আদালতের রায়ে ঐতিহাসিক এই ঘটনার সাক্ষী হল দক্ষিণের রাজ্যটি।

তামিলনাড়ুর রাজ্য-রাজ্যপাল সংঘাতের মামলা উঠেছিল বিচারপতি এসবি পর্দিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চে। রাজ্যপালের কর্মকান্ডকে ‘অবৈধ’ ও ‘স্বেচ্ছাচারী’ বলে তোপ দাগে শীর্ষ আদালত। শুধু তাই নয়, কড়া সুরে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, রাজভবনে এভাবে বিল আটকে রাখতে পারবেন না রাজ্যপাল।

প্রসঙ্গত, অবিজেপি রাজ্যগুলিতে রাজ্যপাল ও সরকারের সংঘাত নতুন কিছু নয়। এর আগে জগদীপ ধনকড় বাংলার রাজ্যপাল থাকাকালীন একের পর এক বিল আটকে রাখার অভিযোগ উঠেছিল রাজ্যপালের বিরুদ্ধে। তামিলনাড়ুতে ঠিক একই নীতি নেন রাজ্যপাল আর এন রবি। অভিযোগ, বিধানসভায় পাশ হওয়ার পর ১০টি বিল সাক্ষর না করে আটকে রাখেন রাজ্যপাল। এই তালিকায় ছিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ সংক্রান্ত বিলও। রাজ্যপালের এই অসহযোগিতার বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় তামিলনাড়ু সরকার। তাতেই রাজ্যের পক্ষে রায় দিয়েছে আদালত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কোনও বিলকে আইনে পরিণত করার জন্য বিধানসভায় পাশ হওয়ার পর রাষ্ট্রপতি অথবা রাজ্যপালের স্বাক্ষরের প্রয়োজন হয়।
  • অবিজেপি রাজ্যগুলিতে রাজ্যপাল ও সরকারের সংঘাত নতুন কিছু নয়।
Advertisement