সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইনস্টাগ্রামে আলাপ। সেখান থেকেই বন্ধুত্ব, ঘনিষ্ঠতা। আর এটাই কাল হল! ১০ বছরের নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠল ষোলো বছরের এক কিশোরের বিরুদ্ধে। আপাতত অভিযুক্তকে আটক করে পাঠানো হয়েছে হোমে। পকসো আইনে মামলা রুজু করে পদক্ষেপ করছে পুলিশ।
জানা গিয়েছে, এই ঘটনা গুজরাটের আরাবল্লী জেলার ধানসুরা গ্রামের। মঙ্গলবার রাতে হঠাৎ নিখোঁজ হয়ে যায় পঞ্চম শ্রেণির ওই ছাত্রী। বহু খোঁজাখুঁজি করেও মেয়ের খোঁজ পাননি পরিবারের সদস্যরা। কোনও উপায় না পেয়ে অবশেষে তাঁরা স্থানীয় থানার দ্বারস্থ হন। নিখোঁজ ডায়েরি পেয়ে তদন্তে নামে পুলিশ। শুরু হয় তল্লাশি। প্রযুক্তির সাহায্য নিয়ে অভিযুক্তের হদিশ পায় পুলিশ। গতকাল শনিবার তার বাড়ি থেকেই নাবালিকাকে উদ্ধার করা হয়।
এই ঘটনা প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, নাবালিকার একটি বোন রয়েছে। তারা দুজনেই সোশাল মিডিয়া খুবই সক্রিয়। সারাদিন মোবাইলেই ডুবে থাকতো তারা। এমনকি মায়ের ফোন থেকেই দুজনে ইনস্টাগ্রামে অন্তত ৭টি অ্যাকাউন্ট খোলে। যার মধ্যে দুটি সক্রিয় রয়েছে। এখানেই ওই নাবালিকার পরিচয় হয় অভিযুক্তের সঙ্গে। নম্বর দেওয়া-নেওয়ার পর বন্ধুত্ব গভীর হয়। সেদিন ফোন করে মেয়েটিকে নিজের বাড়িতে ডেকেছিল ওই কিশোর। তারপরই সে ধর্ষণ করে বলে অভিযোগ। এই সোশাল মিডিয়ায় সূত্র ধরেই গোটা ঘটনার কিনারা হয়েছে। নাবালিকাকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেওয়া দেয় পুলিশ। অভিযুক্তকে আটক করে আপাতত হোমে রাখা হয়েছে। তার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে। তদন্তের জন্য জিজ্ঞাসাবাদ চলছে।