shono
Advertisement
Arunachal Pradesh

দেশের গোপন তথ্য পাকিস্তানে পাচার! অরুণাচল পুলিশের হাতে গ্রেপ্তার জম্মু ও কাশ্মীরের দুই যুবক

কী জানাল পুলিশ?
Published By: Subhodeep MullickPosted: 03:02 PM Dec 23, 2025Updated: 07:51 PM Dec 23, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে অরুণাচল পুলিশের হাতে গ্রেপ্তার জম্মু ও কাশ্মীরের আরও দুই যুবক। ধৃতদের নাম এজাজ আহমেদ ভাট এবং বশির আহমেদ গানাই। তাঁরা কুপওয়ার বাসিন্দা। ভারতীয় সেনার গোপন তথ্য তাঁরা পাক হ্যান্ডলারদের হাতে তুলে দিচ্ছিলেন বলে অভিযোগ।

Advertisement

সম্প্রতি অরুণাচল পুলিশের ইনস্পেক্টর জেনারেল (আইন ও শৃঙ্খলা) চুখু আপা সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। তিনি বলেন, “গত ১৮ ডিসেম্বর জম্মু ও কাশ্মীরের কুপওয়ারায় গ্রেপ্তার করা হয় অভিযুক্তদের। তারপর তাঁদের অরুণাচলে আনা হয়। বর্তমানে তাঁরা পুলিশ হেফাজতে রয়েছে। এই নিয়ে রাজ্যে মোট গ্রেপ্তারির সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ।” তিনি আরও বলেন, “আমরা ফরেনসিক রিপোর্টের জন্য অপেক্ষা করছি। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, তাঁরা দেশের সেনাবাহিনী-সহ বিভিন্ন গোপন তথ্য পাক  হ্যান্ডলারদের পাচার করছিলেন। এখনও ঘটনার তদন্ত চলছে। শীঘ্রই বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।”   

এর আগে গত ২১ নভেম্বর চরবৃত্তির অভিযোগে জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা থেকে
নাজির আহমেদ মালিক এবং সাবির আহমেদ মীর নামে দু'জনকে গ্রেপ্তার করে। এরপর শাবির আহমেদ খান নামে আরও এক যুবককে গ্রেপ্তার করা হয় ইটানগর থেকে। ঘটনাচক্রে তিনিও কুপওয়ারার বাসিন্দা। তারপরই রাজ্যের বাসিন্দাদের সতর্ক করে অরুণাচল পুলিশ। এবার তদন্তকারীদের জালে আরও দুই 'পাক-চর'।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে অরুণাচল পুলিশের হাতে গ্রেপ্তার জম্মু ও কাশ্মীরের আরও দুই যুবক।
  • ধৃতদের নাম এজাজ আহমেদ ভাট এবং বশির আহমেদ গানাই।
  • ভারতীয় সেনার গোপন তথ্য তাঁরা পাক হ্যান্ডলারদের হাতে তুলে দিচ্ছিলেন বলে অভিযোগ।
Advertisement