shono
Advertisement
Bihar

এবার বিহারে হুড়মুড়িয়ে ভাঙল দুটি সেতু! ১৫ দিনে ৭টি দুর্ঘটনায় চিন্তিত প্রশাসন

অনেকেই দাবি করছেন, ভয়ংকর দুর্নীতির জেরেই এই হাল বিহারের।
Published By: Biswadip DeyPosted: 04:40 PM Jul 03, 2024Updated: 04:40 PM Jul 03, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ১৫ দিনে সপ্তম দুর্ঘটনা। সেতু বিপর্যয় অব্যাহত বিহারে। এবার রাজ্যের সিবান জেলায় ভেঙে পড়ল দুটি সেতু। বুধবার ভারী বর্ষণের সময়ই এই দুর্ঘটনা ঘটে। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। তবে যান চলাচল ব্যাহত হয়েছে।

Advertisement

জানা গিয়েছে, সেতু দুটি ৩৫ বছরের পুরনো। একটি ১৯৯৮ সালে তৈরি। অন্যটি ২০০৪ সালে। প্রথমটির ক্ষেত্রে নির্মাণ খরচ ছিল ৬ লক্ষ টাকা। দ্বিতীয়টির ১০ লক্ষ টাকা। কিন্তু দীর্ঘদিন সেগুলি মেরামতির কাজ হচ্ছিল না বলে অভিযোগ। এবার প্রবল বৃষ্টির ধাক্কায় ভেঙেই পড়ল সেতুদুটি। স্থানীয়দের দাবি, গন্ডকি নদীর উপরে অবস্থিত এই দুই সেতুর বিপর্যয়ের পিছনে অন্যতম কারণ দীর্ঘদিন নদীর স্রোতে সেতুর কাঠামোর ক্ষতিগ্রস্ত হওয়া। গত কয়েকদিনের টানা বৃষ্টি সেই বিপর্যয়কে নিশ্চিত করেছে।

[আরও পড়ুন: রেলগেট খোলা অথচ সিগন্যাল সবুজ, বরাতজোরে দুর্ঘটনা এড়াল কাঞ্চনকন্যা এক্সপ্রেস]

১১ দিন আগে সিবানে আরও একটি সেতু ভেঙে পড়েছিল। দারৌন্দা অঞ্চলেও একটি সেতুর একাংশ ভেঙে পড়েছিল। একই ভাবে মধুবনী, আরারিয়া, পূর্ব চম্পারণ, কিষানগঞ্জেও পর পর সেতু ভেঙে পড়ার ঘটনায় বেড়েছে উদ্বেগ। প্রশাসন 'অতিবৃষ্টি'র মতো নানা কারণ দেখিয়ে সাফাই গাইলেও একের পর এক ব্রিজ ভাঙার ঘটনায় আঙুল উঠছে নীতীশ কুমার সরকারের নীতির বিরুদ্ধে। অনেকেই দাবি করছেন, ভয়ংকর দুর্নীতির জেরেই এই হাল বিহারের (Bihar)।

[আরও পড়ুন: হাথরাস প্রথম নয়, ধর্মীয় স্থানে পদপিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যুমিছিল আগেও দেখেছে দেশ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গত ১৫ দিনে সপ্তম দুর্ঘটনা। সেতু বিপর্যয় অব্যাহত বিহারে। এবার রাজ্যের সিবান জেলায় ভেঙে পড়ল দুটি সেতু।
  • বুধবার ভারী বর্ষণের সময়ই এই দুর্ঘটনা ঘটে।
  • এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। তবে যান চলাচল ব্যাহত হয়েছে।
Advertisement