কেরলের কোল্লামে স্পোর্টস অথোরিটি অফ ইন্ডিয়ার (সাই) হস্টেলে (SAI Hostel In Kerala) ঝুলন্ত অবস্থায় উদ্ধার দুই নাবালিকা খেলোয়াড়ের দেহ। বৃহস্পতিবার দুই কিশোরীর জন্য নির্দিষ্ট ঘর থেকে তাদের নিথর দেহ উদ্ধার হয়েছে বলে খবর। আত্মহত্যা না খুন? ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতা ১৭ ও ১৫ বছরের নাবালিকা কোঝিকোড় এবং তিরুঅনন্তপুরমের বাসিন্দা। প্রতিশ্রুতিমান কিশোরীদের একজন কবাডি এবং অন্যজন অ্যাথেলিটের প্রশিক্ষণ নিতে কোল্লামে স্পোর্টস অথোরিটি অফ ইন্ডিয়ার (সাই) হস্টেলে (SAI Hostel In Kerala) থাকছিল। তারা যথাক্রমে দ্বাদশ এবং দশম শ্রেণির ছাত্রী। ভোর পাঁচটা নাগাদ অনুশীলনে না আসায় তাদের খোঁজখবর করা হয়। বারবার ডাকাডাকিতেও দরজা খোলেনি তারা। এরপর সাই কর্তৃপক্ষ দরজা ভেঙে ফেলে। তখনই ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় দুই কিশোরীর দেহ।
হস্টেল সূত্রে জানা গিয়েছে, ১৫ বছরের নাবালিকা আলাদা ঘরে থাকার ব্যবস্থা হলেও এদিন রাতে তারা একসঙ্গে ছিল। ভোরে স্বাভাবিক অবস্থায় দেখেছিল অন্যরা। এরপর কী হয়েছিল তা কুয়াশাচ্ছন্ন। দুই কিশোরীর দেহ ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
