shono
Advertisement

Breaking News

J&K

ফের রক্তাক্ত উপত্যকা! রাতভর সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে শহিদ দুই জওয়ান, খতম এক জঙ্গি

গত ৯ দিন ধরে চলছে 'অপারেশন অখল'।
Published By: Biswadip DeyPosted: 10:03 AM Aug 09, 2025Updated: 10:17 AM Aug 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু ও কাশ্মীরের কুলগামে রাতভর গুলির লড়াই চলছে জঙ্গি ও সেনার। গত ৯ দিন ধরে চলতে থাকা 'অপারেশন অখল'-এ এদিন শহিদ হয়েছেন দুই জওয়ান। আহত আরও দুই। খতম এক জঙ্গি। এখনও পর্যন্ত এই অপারেশনে জখম হয়েছেন দশ জওয়ান। 

Advertisement

জানা গিয়েছে, শহিদ দুই জওয়ানের একজন ল্যান্সনায়েক প্রীতপল সিং ও সিপাই হরমিন্দর সিং। তাঁরা গুলিতে আহত হলে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাঁচানো যায়নি। অন্য দুই জওয়ান এখনও চিকিৎসাধীন। প্রসঙ্গত, এই অপারেশনে এখনও পর্যন্ত খতম করা গিয়েছে পাঁচ জঙ্গিকে। ১ আগস্ট থেকে চলছে অভিযান। ঘন জঙ্গলে ঢাকা দক্ষিণ কাশ্মীরে কুলগামের অন্তর্গত এই ছোট গ্রামের নাম অখল। আর সেই কারণেই অপারেশনটির এহেন নামকরণ। গোয়েন্দাদের সূত্রে খবর পাওয়ার পরই এলাকা ঘিরে ফেলা হয়েছে। তারপর থেকেই চলছে গুলির লড়াই।

শ্রীনগরে ‘অপারেশন মহাদেবে’ পহেলগাঁও হামলার ৩ জঙ্গিকেই খতম করেছে ভারতীয় সেনা। লোকসভায় এই বিষয়ে বিবৃতি দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারতীয় সেনা এবং জম্মু-কাশ্মীর পুলিশের তৎপরতায় জঙ্গিরা পালাতে পারেনি, উদ্ধার হয়েছে সেই আগ্নেয়াস্ত্র যা পহেলগাঁওয়ে পর্যটক হত্যায় ব্যবহার করা হয়েছে, সংসদে এমনটাই জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মাত্র ৫ দিন পরেই ফের জঙ্গি দমনে সক্রিয় হয় ভারতীয় সেনা। সেনার তল্লাশি টের পেয়েই জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। পালটা দিতে বাধ্য হয় সেনাও। সেই লড়াই এখনও অব্যাহত। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জম্মু ও কাশ্মীরের কুলগামে রাতভর গুলির লড়াই চলছে জঙ্গি ও সেনার।
  • গত ৯ দিন ধরে চলতে থাকা 'অপারেশন অখল'-এ এদিন শহিদ হয়েছেন দুই জওয়ান। আহত আরও দুই। খতম এক জঙ্গি।
  • এখনও পর্যন্ত এই অপারেশনে জখম হয়েছেন দশ জওয়ান।
Advertisement