প্রজাতন্ত্র দিবসের আগে অপরাধ দমনে বিরাট 'সাফাই অভিযান'। পাঁচ রাজ্যের ২৮০ কুখ্যাত গ্যাংস্টার-সহ ৮৫৪ জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল দিল্লি পুলিশ। 'অপারেশন গ্যাং বাস্ট' চালানো হয়েছে মাত্র ৪৮ ঘণ্টায়।
অপরাধ চক্রের মাজা ভাঙতে দিল্লি, হরিয়ানা, রাজস্থান, হিমাচল প্রদেশ এবং পাঞ্জাবের আলাদা আলাদা জায়গায় অভিযান চালান দিল্লি পুলিশের ৯০০০ সদস্য। গ্যাংস্টার, শুটার, মাদক পাচারকারী, দুষ্কৃতীদের চিহ্নিত করে এই অভিযান চালানো হয়। গোপন সূত্রে খবর পেয়ে পাঁচ রাজ্যের মোট ৪২৯৯টি স্থানে আচমকা অপারেশন নামে বাহিনী। বেছে বেছে অপরাধের ইতিহাস রয়েছে এমন এলাকা, নির্জন স্থানের পরিত্যক্ত আস্তানায় অভিযান চালায় পুলিশ। তাতেই সাফল্য এসেছে।
ইতিমধ্যে ৬,৫০০ জনেরও বেশি অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। যাদের থেকে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন গোয়েন্দারা। বেশ কয়েকটি অপরাধ যোগ এবং সাহায্যকারী নেটওয়ার্ককে সনাক্ত করা হয়েছে। পুলিশকর্তারা জানিয়েছেন, জিজ্ঞাসাবাদ থেকে যে তথ্য পাওয়া গিয়েছে, তার উপর নির্ভর করে আগামী দিনে আরও বড় পদক্ষেপ করা হবে বলে আশা করা হচ্ছে।
পাঁচ রাজ্যের অভিযানে ৩০০টি অত্যাধুনিক অস্ত্র, ১৩০টি তাজা কার্তুজ, নগদ ২৫ লক্ষ টাকা এবং প্রচুর পরিমাণে মাদক উদ্ধার করেছে পুলিশ। দিল্লি পুলিশের নর্থ জোনের জয়ন্ট কমিশনার বিজয় সিং জানিয়েছেন, সাধারণ মানুষের নিরাপত্তা, আইনশৃঙ্খলার জন্য হুমকি হয়ে উঠছিল এই অপরাধ নেটওয়ার্কগুলি। তা সমূলে উপড়ে ফেলতেই পরিকল্পনা করে বড়সড় অভিযান বাস্তবায়িত করা হয়েছে।
