shono
Advertisement

মধ্যপ্রদেশের বাজি কারখানায় ধারাবাহিক বিস্ফোরণে মৃত ১১, গ্রেপ্তার মালিক-সহ ৩

পুলিশ গ্রেপ্তার করেছে কারখানার মালিক রাজেশ আগরওয়ালকে। অভিযুক্ত গাড়ি করে দিল্লি পালানোর চেষ্টা করছিলেন বলে জানা গিয়েছে। তাঁর পিছু ধাওয়া করেই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়াও এই ঘটনায় সোমেশ আগরওয়াল ও রফিক খান নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।
Posted: 09:10 AM Feb 07, 2024Updated: 09:22 AM Feb 07, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রদেশের বেআইনি বাজি কারখানায় ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় কারখানার মালিক-সহ ৩ জনকে গ্রেপ্তার করল পুলিশ। বিস্ফোরণে এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। আহত বহু।

Advertisement

বিজেপিশাসিত মধ্যপ্রদেশের (Madhya Pradesh) হারদা জেলার বইরাগড় এলাকা পুলিশের নজরে ফাঁকি দিয়ে গজিয়ে উঠেছিল অবৈধ বাজি কারখানা। মঙ্গলবার সেই কারখানাতেই বিস্ফোরণ ঘটে। স্থানীয় সূত্রে খবর, পর পর বিস্ফোরণ ঘটে কারখানাটিতে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আশপাশে থাকা অন্তত ৬০টি বাড়ি পুড়েছে। ১০০টি বাড়ি ফাঁকা করা হয়েছে। ঘটনায় আহত হন ১৭৪ জন। 

পুলিশ গ্রেপ্তার করেছে কারখানার মালিক রাজেশ আগরওয়ালকে। অভিযুক্ত গাড়ি করে দিল্লি পালানোর চেষ্টা করছিলেন বলে জানা গিয়েছে। তাঁর পিছু ধাওয়া করেই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়াও এই ঘটনায় সোমেশ আগরওয়াল ও রফিক খান নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

[আরও পড়ুন: বিরাটকে টপকে যাওয়ার পর এবার ব্র্যাডম্যানকেও ছুঁলেন কেন উইলিয়ামসন]

এদিকে বিস্ফোরণে মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা সাহায্য ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঘটনায় শোক প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার খবর প্রকাশ্যে আসার পর বিজেপিকে অতীত স্মরণ করিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। অতীতে রাজ্যে বিস্ফোরণের ঘটনায় বিজেপি ‘বোমা কারখানা’র কথা বলে সিবিআই-এনআইএ তদন্ত দাবি করেছিল। সেকথা উল্লেখ করে এক্স হ্যান্ডলে কুণালের কটাক্ষ, ”কি বিজেপি, জঙ্গিদের কারখানার পিছনে কারা খুঁজতে এবার সিবিআই, এনআইএ তদন্ত হবে তো?”

[আরও পড়ুন: অজিত পওয়ারের শিবিরই আসল NCP, ঘোষণা নির্বাচন কমিশনের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement