shono
Advertisement

বিহারের সরকারি ইঞ্জিনিয়ারের বাড়িতে নোটের পাহাড়! উদ্ধার ঘুষের কোটি-কোটি টাকা

একাধিক সরকারি আধিকারিকের বাড়িতে তল্লাশি।
Posted: 04:04 PM Aug 27, 2022Updated: 04:10 PM Aug 27, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারের সরকারি আধিকারিকদের ঘরে টাকার পাহাড়। ভিজিল্যান্স দপ্তর (VIB) তল্লাশি চালাতেই মিলল কোটি কোটি নগদ টাকার হদিশ। এথনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, বিহারের (Bihar) সরকারি ইঞ্জিনিয়ারদের কাছ থেকে ৪ কোটি টাকা উদ্ধার হয়েছে।

Advertisement

বিহারের কিষানগঞ্জ ডিভিশনের রুরাল ওয়ার্ক ডিপার্টমেন্টের (RWD) এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সঞ্জয়কুমার রাইয়ের বাড়িতে শনিবার হানা দেয় ভিজিল্যান্স দপ্তরের আধিকারিকরা। তাঁদের কাছে রাইয়ের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ ছিল। সূত্রের খবর, ক্যাশিয়ার এবং জুনিয়র ইঞ্জিনিয়ারের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ ছিল। সেই সূত্র ধরেই এদিন সঞ্জয়কুমারের বাড়িতে হানা দেয় ভিআইবি।

[আরও পড়ুন: বিএসএফের বিরুদ্ধে গৃহবধূকে গণধর্ষণ ইস্যুতে পথে নামছে তৃণমূল, রবিবার বাগদায় প্রতিবাদ মিছিল]

সঞ্জয়ের বিরুদ্ধে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির মামলা দায়ের করে তল্লাশি শুরু করে ভিআইবি। পাটনায় ইন্দ্রপুরী এলাকায় সঞ্জয়ের বাড়িতে তল্লাশি চালিয়ে ১ কোটি নগদ উদ্ধার করে তারা। আনা হয়েছে নোটগোনার মেশিন। বহু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে বলে খবর। পাটনার ভিজিল্যান্স বিভাগের ডিএসপি সুজিত সাগর জানান, সঞ্জয়ের ঘুষকাণ্ডের অভিযোগে বিহারের একাধিক এলাকায় তল্লাশি চলছে। একাধিক জুনিয়র ইঞ্জিনিয়ার এবং ক্যাশিয়ারের বাড়িতে মোট ৩ জনের বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৪ কোটি টাকা নগদ উদ্ধার করেছে ভিআইবি।

 

[আরও পড়ুন: ‘তদন্তে অসহযোগিতা করিনি’, যাদবপুরের ফ্ল্যাটের বারান্দায় দাঁড়িয়ে দাবি মানিকের]

প্রসঙ্গত, দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন এবং সঙ্গীদের বাড়িতে তল্লাশি চালিয়ে নগদ ২ কোটির উপরে টাকা ও ১.৮ কেজি সোনা উদ্ধার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সত্যেন্দ্র জৈন, তাঁর স্ত্রী ও অন্য আত্মীয়দের নামে মোট ৪ কোটি ৮১ লক্ষ টাকার সম্পত্তির হদিশ পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement