shono
Advertisement
Jammu and Kashmir

জম্মু ও কাশ্মীরে ফের ভয়াবহ দুর্ঘটনা, খাদে গাড়ি পড়ে মৃত ৪, নিখোঁজ আরও ২

শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা উধমপুরের সাংসদ জিতেন্দ্র সিং।
Published By: Amit Kumar DasPosted: 07:57 PM Jan 05, 2025Updated: 07:57 PM Jan 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু ও কাশ্মীরে ফের ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে ৬ যাত্রী-সহ গভীর খাদে গড়িয়ে গেল গাড়ি। শনিবার রাতে এই দুর্ঘটনা ঘটে জম্মু ও কাশ্মীরের কিস্তওয়াড় জেলায়। ঘটনার পর ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। যদিও গাড়ির চালক-সহ মোট দুজনের এখনও কোনও হদিশ পাওয়া যায়নি। তাঁদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

Advertisement

এই দুর্ঘটনার খবর পেয়ে রবিবার শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা উধমপুরের সাংসদ জিতেন্দ্র সিং। এক্স হ্যান্ডেলে বার্তা দিয়ে তিনি লেখেন, 'অত্যন্ত দুঃখজনক ঘটনা। এইমাত্র শুনলাম কিস্তওয়াড়ায় গাড়ি খাদে পড়ে চার যাত্রীর মৃত্যু হয়েছে। পাশাপাশি এই দুর্ঘটনায় গাড়ির চালক সহ আরও একজনের কোনও খোঁজ পাওয়া যায়নি। মর্মান্তিক এই ঘটনায় মৃতের পরিবারকে সমবেদনা জানাই।' পাশাপাশি এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর কিস্তওয়াড়ার ডেপুটি কমিশনার রাজেশ কুমার শাভনের সঙ্গে কথা বলেছি। এবং দেহগুলি দ্রুত উদ্ধারের নির্দেশ দিয়েছি। উদ্ধারকারী দল ইতিমধ্যেই সেখানে পৌঁছেছে। উদ্ধারকাজের বিস্তারিত খোঁজ নিচ্ছি আমি।

এদিকে জানা গিয়েছে, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছয় উদ্ধারকারী দল। এক ভিডিও প্রকাশ্যে এসেছে যেখানে দেখা গিয়েছে খাদে নেমে মৃতদেহগুলি উদ্ধার করা হচ্ছে। শেষ পাওয়া খবরে ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হলেও, গাড়িতে থাকা বাকি দুজনের দেহের এখনও কোনও হদিশ পাওয়া যায়নি।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে জম্মু ও কাশ্মীরে বারবার এহেন দুর্ঘটনার ঘটনা ঘটেছে। গত বছরের ডিসেম্বর মাসে পুঞ্চ জেলার বালনই এলাকায় খাদে পড়েছিল সেনার গাড়ি। সেই দুর্ঘটনায় মৃত্যু হয় ৫ সেনা জওয়ানের। আহত হয়েছিলেন আরও ৫ জন। চলতি সপ্তাহেই বান্দিপোরা জেলায় আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে গড়িয়ে পড়ে ভারতীয় সেনা বাহিনীর একটি ট্রাক। এই দুর্ঘটনায় মৃত্যু হয় ৪ জওয়ানের। আহত হন আরও ৩ জন সেনাকর্মী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জম্মু ও কাশ্মীরে ফের ভয়াবহ দুর্ঘটনা।
  • জম্মু ও কাশ্মীরের কিস্তওয়াড় জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ৬ যাত্রী-সহ গভীর খাদে গড়িয়ে গেল গাড়ি।
  • ঘটনার পর ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, নিখোঁজ আরও দুই।
Advertisement