সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়াকফ বোর্ডে অমুসলিমরা থাকলেও তাঁরা ধর্মীয় কাজে হস্তক্ষেপ করবেন না। বিল নিয়ে আলোচনার সময়ে সাফ এই কথা জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর মতে, ওয়াকফ আইন এবং ওয়াকফ বোর্ডকে দেওয়া অনুদান সঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা সেটাই দেখবেন ওয়াকফ বোর্ডের অমুসলিম সদস্যরা।
বিরোধীদের প্রবল আপত্তি ও হট্টগোলের মধ্যে বুধবার লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পেশ করেন কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী কিরেন রিজিজু। তিনি দাবি করেন, “সরকার কোনও ধর্মীয় সংগঠন বা তাদের কাজকর্মে হস্তক্ষেপ করছে না। কোনও মসজিদের সম্পত্তিতেও হস্তক্ষেপ করছি না। ওয়াকফ বোর্ডের সঙ্গে ধর্মের কোনও যোগ নেই, সম্পত্তি সংক্রান্ত বিষয় এটি।” এরপরেই তিনি দাবি করেন যে ‘মুসলমানদের ভালোর জন্য ওয়াকফ বিল’ আনছে মোদি সরকার।
বিল নিয়ে আলোচনা করতে গিয়ে দীর্ঘ বক্তৃতা করেন অমিত শাহ। তাঁর কথায়, স্বচ্ছতা আনতেই পেশ করা হচ্ছে ওয়াকফ বিল। অমুসলিমরা ওয়াকফ বোর্ডের ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ করবেন বলে মিথ্যা প্রচার করছে বিরোধীরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন,"অমুসলিম সদস্যদের কাজই হল, ওয়াকফ আইন এবং তহবিল ও অনুদানের উপর নজর রাখা। আইন মেনে বোর্ডের কাজকর্ম চলছে কিনা, অনুদান-তহবিলের অর্থ সঠিক খাতে ব্যবহার করা হচ্ছে কিনা-এগুলো নজর রাখবেন অমুসলিম সদস্যরা।"
বক্তৃতা দিতে গিয়ে শাহ আরও বলেন, "দেশের প্রত্যেকটি মুসলিমকে আমি আশ্বস্ত করে বলতে চাই, আপনাদের ওয়াকফে কোনও অমুসলিমকে রাখা হবে না। কিন্তু যারা বেআইনিভাবে ওয়াকফের সম্পত্তি বিক্রি করে, তাদের পাকড়াও করবে ওয়াকফ বোর্ড। সংখ্যালঘুদের উন্নতির জন্য যে অর্থ ব্যবহার করার কথা, সেটা চুরি হয়ে যাচ্ছে। সেই চুরিও রুখবে ওয়াকফ বোর্ড।" বিরোধীদের একহাত নিয়ে শাহের দাবি, এবার থেকে ওয়াকফ বোর্ডের সমস্ত হিসাব পরিষ্কারভাবে জানা যাবে। স্বচ্ছতা নিয়ে কি কারোওর আপত্তি থাকতে পারে? শাহের মতে, ওয়াকফ বোর্ডে অমুসলিম সদস্যদের রাখা নিয়ে অহেতুক ভয় দেখাচ্ছে বিরোধীরা।