shono
Advertisement

Breaking News

অবশেষে মুক্ত লিবিয়ায় অপহৃত ৭ ভারতীয়, শীঘ্রই ফিরবেন দেশে, জানাল বিদেশমন্ত্রক

১৪ সেপ্টেম্বর অপহরণ করা হয়েছিল ওই সাত ভারতীয় নাগরিককে।
Posted: 05:46 PM Oct 12, 2020Updated: 05:46 PM Oct 12, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে মুক্তি পেলেন লিবিয়ায় অপহৃত ৭ ভারতীয় নাগরিক। ভারতের তুমুল চাপের মুখে রবিবার তাঁদের মুক্তি দেয় অপহরণকারীরা। একটি তৈল সংস্থায় কর্মরত ওই ভারতীয়রা আপাতত লিবিয়ার ব্রেগা শহরে ওই সংস্থারই একটি অফিসে রয়েছেন।

Advertisement

[আরও পড়ুন: উৎক্ষেপণের ৮ মিনিট পরেই বাতিল মিশন, প্রশ্নের মুখে ভারতের ‘নির্ভয়’ মিসাইল]

সোমবার টুইট করে ভারতের বিদেশমন্ত্রক জানিয়েছে, দুষ্কৃতীদের কবল থেকে মুক্তি পাওয়া ওই সাত ভারতীয় নাগরিকই সুস্থ আছেন। লিবিয়া (Libya) প্রশাসনের সঙ্গে দ্রুত তাঁদের ঘরে ফেরাতে আইনি প্রক্রিয়া চলছে। শুধু তাই নয়, আল শোলা আল মুদিয়া নামের তৈল সংস্থাটির হাতে অপহরণকারীরা বন্দিদের তুলে দেওয়ার পর ওই সাতজনের সঙ্গে ফোনে কথা বলেছেন তিউনিসিয়ায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত পুনিত রায় কুন্দল।

উল্লেখ্য, ১৪ সেপ্টেম্বর লিবিয়ার এশওয়ারিফ নামের জায়গা থেকে সাত ভারতীয় নাগরিককে অপহরণ করা হয়। অপহৃতরা অন্ধ্রপ্রদেশ, বিহার, গুজরাত ও উত্তরপ্রদেশের বাসিন্দা। কর্মসূত্রে বিগত কয়েক বছর ধরে তাঁরা লিবিয়ায় রয়েছেন। সেখানকার নির্মাণ শিল্প ও তৈল সংস্থায় কাজ করেন। ঘটনার দিন ভারতে ফেরার বিমান ধরতে ত্রিপোলি বিমানবন্দরের দিকে রওনা হয়েছিলেন। মাঝরাস্তায় এই সাতজনকে অপহরণ করা হয়। তারপরই বন্দিদের মুকীও করতে কূটনৈতিক চাপ বাড়ায় নয়াদিল্লি। লিবিয়া কর্তৃপক্ষ ভারত সরকারকে আশ্বস্ত করে জানায়, অপহৃতরা সুরক্ষিত রয়েছেন। উদ্ধারকাজে তাঁরা ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যে সংস্থায় তাঁরা এতদিন চাকরি করে এসেছেন, তাদের তরফেও অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। লিবিয়ার ওই সংস্থা ভারতের বিদেশমন্ত্রককে কর্মীদের সুরক্ষার বিষয়ে আশ্বস্তও করে। এবার সবার মিলিত চেষ্টায় অবশেষে মুক্তি পেয়েছেন তাঁরা।

[আরও পড়ুন: ‘আমাদের মেয়েদের স্পর্শ করলেই মৃত্যুদণ্ড’, লাভ জিহাদ নিয়ে বিস্ফোরক অসমের স্বাস্থ্যমন্ত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement