shono
Advertisement

Breaking News

Himachal Pradesh

হিমাচলের পাহাড়ে ভয়ংকর দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল যাত্রীবোঝাই বাস, মৃত ৮

খাদ থেকে ভেসে আসা আর্তনাদের শব্দ পেয়ে ছুটলেন স্থানীয়রা!
Published By: Kishore GhoshPosted: 06:38 PM Jan 09, 2026Updated: 08:40 PM Jan 09, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিমাচলে সিরমৌউর জেলায় ভয়াবহ দুর্ঘটনা। একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গিয়ে গভীর খাদে পড়ে যায়। তাতেই মৃত্যু হয়েছে ৮ জনের। অন্তত ১২ জন আহত হয়েছেন। শুরু হয়েছে উদ্ধারকাজ।

Advertisement

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, সোলান থেকে হরিপুর ধারে যাচ্ছিল বাসটি। পাহাড়ি পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গিয়ে গভীর খাদে পড়ে যায়। নিচে পড়তেই সেটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৮ যাত্রীর। আহত যাাত্রীরা আতঙ্ক চিৎকার শুরু করেন। প্রত্যক্ষদর্শীর জানান, খাদের ভিতর থেকে কান্না ও আর্তনাদের শব্দ পেয়ে স্থানীয়রাই আহতদের উদ্ধারের চেষ্টা করেন।

পরে খবর পেয়ে ঘটাস্থলে পৌঁছায় পুলিশ এবং উদ্ধারকারী দল। দোমড়ানো বাসের মধ্যে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেন তাঁরা। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদের খাদ থেকে তোলার ব্যবস্থা হচ্ছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পরিবহণমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী নিতীন গড়করি। এরপরেই পথ সুরক্ষায় একাধিক পরিকল্পনার কথা জানান তিনি। ২০২৪ সালের ১৪ মার্চ থেকে পথদুর্ঘটনায় আহতদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পরীক্ষামূলক ভাবে শুরু হয়েছিল চণ্ডীগড়ে। পরে আরও ছয়টি রাজ্যে এই পরিষেবা চালু হয়। এবার দেশজুড়ে পাওয়া যাবে এই প্রকল্পের (পিএম রাহাত) সুবিধা। মোটর চালিত যানে দুর্ঘটনার ক্ষেত্রেই এই পরিষেবা পাবে আহতরা। দুর্ঘটনার দিন থেকে এক সপ্তাহ পর্যন্ত বিনামূল্যে দেড় লক্ষ টাকার চিকিৎসা পরিষেবা মিলবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রাথমিক ভাবে জানা গিয়েছে, সোলান থেকে হরিপুর ধারে যাচ্ছিল বাসটি।
  • পরে খবর পেয়ে ঘটাস্থলে পৌঁছায় পুলিশ এবং উদ্ধারকারী দল।
  • আহত অন্তত ১২ জন।
Advertisement