সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একগুঁয়েমির জন্যই ভারত-আমেরিকার বাণিজ্যচুক্তি সম্পন্ন হয়নি। চুক্তির অন্যতম শর্ত ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করবেন মোদি। কিন্তু তিনি করেননি। মোদির জন্যই ভারতের উপর নেমে এসেছে শুল্কের খাঁড়া। সম্প্রতি এমনটাই দাবি করেন মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক। কিন্তু এই দাবি এবার সরাসরি খারিজ করে দিল নয়াদিল্লি। বিদেশমন্ত্রকের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এই তথ্য সঠিক নয়। সম্পূর্ণ ভিত্তিহীন।
শুক্রবার একটি সাংবাদিক সম্মেলনে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “গত বছরের ১৩ ফেব্রুয়ারি থেকে দু’দেশের বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা শুরু হয়। তারপর থেকে উভয় পক্ষ একাধিকবার আলোচনার টেবিলে বসেছে। পারস্পরিক উপকারী গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে কথা। দুই দেশ বাণিজ্যচুক্তির খুব কাছাকাছি। মার্কিন বিদেশ সচিব যে মন্তব্যগুলি করেছেন, সেগুলি অসত্য। ভিত্তিহীন।” তিনি আরও বলেন, “আমেরিকার সঙ্গে বাণিজ্যচুক্তি সম্পন্ন করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। আমরা চাই এমন একটি চুক্তি হোক যেখানে দুই দেশেরই উপকার হবে।”
সম্প্রতি লুটনিক একটি পডকাস্টে অংশগ্রহণ করেছিলেন। সেখানে ভারত-মার্কিন বাণিজ্যিক সম্পর্ক নিয়ে মুখ খোলেন তিনি। বলেন, "দুই দেশের বাণিজ্যচুক্তি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। কিন্তু চুক্তিতে সিলমোহর হিসাবে প্রয়োজন ছিল একটিমাত্র বিষয় - তা হল মোদিকে ফোন করতে হবে। ট্রাম্পের কাছে ভারতের প্রধানমন্ত্রীর ফোন গেলে তারপরেই চুক্তি চূড়ান্ত হবে-এমন শর্ত রাখা হয়েছিল। তবে ভারতীয় আধিকারিকরা এই শর্ত মানতে চাননি। তাই দু'দেশের চুক্তিও সম্পন্ন হয়নি বলে দাবি করেছেন লুটনিক। এই পরিস্থিতিতে মার্কিন বাণিজ্য সচিবের দাবি খারিজ করল ভারত।
