সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৫ সালের সেপ্টেম্বরে প্রকাশিত সড়ক পরিবহণ মন্ত্রকের রিপোর্ট বলছে, ২০২৩ সালে দেশে মোট ৪,৮০,৫৮৩টি পথ দুর্ঘটনা ঘটেছে। দেশে প্রতি তিন মিনিটে গড়ে এক জন পথ দুর্ঘটনার বলি হয়েছে। এই অবস্থায় বৃহস্পতিবার পথ নিরাপত্তা, যাত্রী সুরক্ষা, যান নিয়ন্ত্রণ ও আয়বৃদ্ধি সংক্রান্ত একগুচ্ছ ঘোষণা করলেন কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী নিতীন গড়করি (Nitin Gadkari)। তবে সবচেয়ে বড় ঘোষণা---এবার থেকে পথদুর্ঘটনাগ্রস্তদের চিকিৎসা করা হবে বিনামূল্যে। খুব শিগগির 'পিএম রাহাত' প্রকল্প (PM Rahat Scheme) ঘোষণা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বৃহস্পতিবার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পরিবহণমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী। এরপরেই পথ সুরক্ষায় একাধিক পরিকল্পনার কথা জানান গড়করি। ২০২৪ সালের ১৪ মার্চ থেকে পথদুর্ঘটনায় আহতদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পরীক্ষামূলক ভাবে শুরু হয়েছিল চণ্ডীগড়ে। পরে আরও ছয়টি রাজ্যে এই পরিষেবা চালু হয়। এবার দেশজুড়ে পাওয়া যাবে এই প্রকল্পের (পিএম রাহাত) সুবিধা। মোটর চালিত যানে দুর্ঘটনার ক্ষেত্রেই এই পরিষেবা পাবে আহতরা। দুর্ঘটনার দিন থেকে এক সপ্তাহ পর্যন্ত বিনামূল্যে দেড় লক্ষ টাকার চিকিৎসা পরিষেবা মিলবে।
এছাড়াও পথদুর্ঘটনা এড়াতে 'ভি টু ভি' প্রযুক্তি আনছে কেন্দ্র। এই প্রযুক্তির মাধ্যমে চালক গতি, অবস্থান, অন্য যানবাহন সম্পর্কিত বিবিধ তথ্য জানতে পারবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ করতে পারবেন। পাশাপশি ওয়ারলেস প্রযুক্তির মাধ্যমে একটি যানের চালক অন্য যানের চালকের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। মোটরচালিত যানবাহন আইনে সংশোধনী আনা হবে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী। নিরাপত্তা, নাগরিক পরিষেবা, আয়বৃদ্ধি সংক্রান্ত ৬১টি সংশোধনী আনা হবে।
গত কয়েক বছর চলন্ত বাসে অগ্নিকাণ্ড একাধিক দুর্ঘটনা ঘটেছে। রাজস্থানে এবং অন্ধ্রে বহু মানুষের মৃত্যু হটেছে। অধিকাংশ ক্ষেত্রেই লেলিহান আগুন থেকে পালানোর পথ পাননি যাত্রীরা। সেই কথা মাথায় রেখে এবার থেকে স্লিপার কোচ বাস তৈরির অনুমোদনের ক্ষেত্রে নয়া সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইতিমধ্যে যে সব স্লিপার কোচ বাস আছে সেগুলিতেও আগুন শনাক্তকরণ ও নেভানোর ব্যবস্থা, জানালার কাচ ভাঙার জন্য হাতুড়ি, আপতকালীন প্রস্থানপথ, আপতকালীন আলো ও চালকের ঘুম নির্ণয়কারী ব্যবস্থা রাখতে হবে। মন্ত্রক মনে করছে, এই ব্যবস্থাগুলি চালু হলে বাসে আগুন লাগলেও যাত্রীদের উদ্ধার পাওয়ার সম্ভাবনা থাকবে।
